মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক: সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি হোটেলে জঙ্গি গোষ্ঠী আল-শাবাবের হামলায় কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন। সোমালি ইয়ুথ লিগ নামের ওই হোটেলের সামনে গাড়িবোমা বিস্ফোরণ ঘটানোর পর হামলাকারীরা সেখানে প্রবেশ করে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, হোটেলে হামলার পাশাপাশি দেশটির পিস গার্ডেন নামে জনপ্রিয় একটি পার্কেও বিস্ফোরণ হয়েছে। পুলিশ বলছে, চার জঙ্গি গুলিতে নিহত হওয়ার পর হামলা বন্ধ হয়েছে। জঙ্গিগোষ্ঠী আল-কায়েদার অনুসারী আল-শাবাব সোমালিয়া ও কেনিয়ায় সশস্ত্র হামলা চালিয়ে আসছে। গত শুক্রবার সন্ধ্যায় ওই হোটেলে হামলার পর গোলাগুলির শব্দ শোনা গেছে বলে সংবাদদাতা ইব্রাহিম এডেন জানান। তিনি বলেন, প্রথম গাড়ি বোমা বিস্ফোরণের ৪০ মিনিট পর একই ধরনের আরেকটি বিস্ফোরণ হয়েছে। জঙ্গিগোষ্ঠী আল-শাবাব ওই হোটেলের নিয়ন্ত্রণ নিয়েছে বলে বিবিসিকে জানিয়েছে। ওয়েবসাইট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।