Inqilab Logo

বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

অস্ত্রবিরতির স্থায়িত্ব নিয়ে সংশয়

প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সিরিয়ার গৃহযুদ্ধ নিয়ে রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র পরস্পরবিরোধী অবস্থানে রয়েছে। যুক্তরাষ্ট্র আসাদের বিপক্ষে থাকা বিদ্রোহীদের এবং রাশিয়া আসাদকে সমর্থন দিয়ে যাচ্ছে। এই দুই ক্ষমতাধর দেশ অস্ত্রবিরতিতে মনোযোগ দেওয়ার ও সমস্যা সমাধানের আভাস দিয়েছে। ওবামা গত বৃহস্পতিবার বলেন, আসাদের পদত্যাগ করা উচিত, এতেই একটি দীর্ঘস্থায়ী শান্তির পথ পাওয়া যাবে। ইরান সিরিয়ার শাসক গোষ্ঠীর সমর্থক। তারাও যুদ্ধবিরতির পক্ষে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি সম্প্রতি বলেন, সিরিয়া থেকে তেহরান তার অভিজাত রেভুলিউশনারী গার্ড বাহিনীর উল্লেখযোগ্য সংখ্যক সদস্য প্রত্যাহার করে নিয়েছে। তুরস্ক সিরিয়ার কুর্দিদের সম্ভাব্য ক্ষতিকর পক্ষ বলে মনে করে। তুরস্কের প্রধানমন্ত্রী আহমেদ দাভুতোগলু গত বৃহস্পতিবার বলেন, জাতীয় নিরাপত্তা হুমকির সম্মুখীন হলে আঙ্কারা যুদ্ধবিরতি মানতে বাধ্য নয়। দাভুতোগলু বলেন, যুদ্ধবিরতি সিরিয়ার জন্য বৈধ। কিন্তু যখন তুরস্কের নিরাপত্তার প্রশ্ন সামনে আসবে তখন যুদ্ধবিরতির আমাদের জন্য বাধ্যতামূলক নয়। সিরিয়ার উত্তরাঞ্চলের কুর্দি বাহিনীর দিক থেকে আসা গুলিবর্ষণের জবাবে তুর্কি সেনারা ওই এলাকা বন্ধ করে দিয়েছে। তুর্কিদের বিরুদ্ধে গত এক দশক ধরে বিদ্রোহ চালিয়ে আসছে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)। পিপলস প্রোটেকশন ইউনিট (ওয়াইপিজি) নামের একটি নাগরিক সংগঠনের সঙ্গে আঙ্কারার যোগাযোগ বন্ধ রয়েছে। ওয়াইপিজির একজন মুখপাত্র গত বৃহস্পতিবার বলেন, কুর্দি বাহিনী যুদ্ধবিরতি সম্মান করে। তবে যদি আক্রান্ত হই আবার যুদ্ধ শুরু হবে। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অস্ত্রবিরতির স্থায়িত্ব নিয়ে সংশয়
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ