Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

নবম-দশম শ্রেণীর পড়াশোনা

প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

বিষয় : বাংলা ২য় পত্র
সনজিত পাল
সিনিয়র শিক্ষক (বাংলা ২য় পত্র)
সেন্ট গ্রেগরী হাই স্কুল


৩২। আমি বাড়ি যাব না-এর ভাববাচ্য কোনটি হবে?
(ক) আমি বাড়ি যাব না (খ) আমাকে বাড়ি যেতে হবে *(গ) আমার বাড়ি যাওয়া হবে না (ঘ) আমার দ্বারা বাড়িতে যেতে হবে না
৩৩। ‘পুলিশ ডাকাত ধরেছে’- কোন বাচ্যের বাক্য?
(ক) কর্মবাচ্য *(খ) কর্তৃবাচ্য (গ) কর্মকর্তৃবাচ্য (ঘ) ভাববাচ্য
৩৪। ‘রবীন্দ্রনাথ কর্তৃক গীতাঞ্জলি লিখিত হয়েছে’- কোন বাচ্যের বাক্য?
(ক) ভাববাচ্য (খ) কর্মকর্তৃবাচ্য *(গ) কর্মবাচ্য (ঘ) কর্তৃবাচ্য
৩৫। বাচ্য কাকে বলে?
*(ক) বাক্যের বিভিন্ন ধরনের প্রকাশ ভঙ্গিকে (খ) কর্তা ও কর্মের রূপান্তরকে (গ) ক্রিয়ার রূপান্তরকে (ঘ) অর্থ অপরিবর্তিত রেখে বাক্যের আকার পরিবর্তনকে
৩৬। ‘আমি যাব না’- বাক্যটির কর্মবাচ্য কি হবে?
(ক) আমার যাওয়া হবে না (খ) আমার দ্বারা যাওয়া হবে না (গ) আমার কর্তৃক যাওয়া হবে না *(ঘ) আমা কর্তৃক যাওয়া হবে না
৩৭। ‘বুলবুল বই পড়ে’- বাক্যটির কর্মবাচ্য কি হবে?
*(ক) বুলবুল কর্তৃক বই পঠিত হয় (খ) বুলবুল কর্তৃক বই পাঠ্য হয় (গ) বুলবুল দ্বারা বই পড়া (ঘ) বইটি পঠিতে হয় বুলবুল কর্তৃক
৩৮। নিচের কোনটি কর্মকর্তৃবাচ্যের উদাহরণ?
(ক) তোমরা কখন এলে (খ) এ পথে চলা যায় না
*(গ) কাজটা ভালো দেখায় না (ঘ) এ রাস্তা আমার চেনা নেই
৩৯। ‘তুমি কবে ফিরছো’-এর ভাববাচ্য কি হবে?
*(ক) কবে তোমার ফেরা হচ্ছে (খ) তোমা কর্র্তৃক কবে ফেরা হচ্ছে (গ) কবে তোমার প্রত্যাবর্তন হচ্ছে (ঘ) তোমার দ্বারা কবে ফেরা হচ্ছে
৪০। ‘আমি কোরআন পড়ছি’- কোন বাচ্যের উদাহরণ?
*(ক) কর্তৃবাচ্য (খ) কর্মবাচ্য (গ) ভাববাচ্য (ঘ) কর্মকর্তৃবাচ্য
৪১। ‘ঘণ্টা বাজছে’-কোন বাচ্য?
(ক) কর্র্তৃবাচ্য (খ) কর্মবাচ্য (গ) ভাববাচ্য *(ঘ) কর্মকর্তৃবাচ্য
৪২। কোন বাচ্য কর্তা প্রধান ও প্রথমা বিভক্তি হয়?
*(ক) কর্তৃবাচ্যে (খ) কর্মবাচ্যে
(গ) ভাববাচ্যে (ঘ) কর্মকর্তৃবাচ্যে
৪৩। কর্তায় তৃতীয়া বিভক্তি কোন বাচ্যে হয়?
*(ক) কর্মবাচ্যে (খ) কর্তৃবাচ্যে
(গ) ভাববাচ্যে (ঘ) কর্মকর্তৃবাচ্যে
৪৪। ‘মাতা’ কর্তৃক শিশু শিক্ষা পায়। বাক্যটি-
(ক) ভাববাচ্য (খ) কর্তৃবাচ্য (গ) কর্মকর্তৃবাচ্য *(ঘ) কর্মবাচ্য
৪৫। ‘আমি চিঠি লিখেছি’- কোন বাচ্যের উদাহরণ?
(ক) কর্মকর্তৃবাচ্য (খ) কর্মবাচ্য *(গ) কর্তৃবাচ্য (ঘ) ভাববাচ্য
৪৬। ‘রমুলাস রোম নগরী প্রতিষ্ঠা করেন- এটা কোন বাচ্যের উদাহরণ?
(ক) কর্মবাচ্য *(খ) কর্তৃবাচ্য (গ) ভাববাচ্য (ঘ) কর্মকর্তৃবাচ্য
৪৭। ‘তাকে যেতে হবে’-এখানে কোনটি কর্তা?
* (ক) তাকে (খ) হবে (গ) যেতে হবে (ঘ) তাকে যেতে
৪৮। ‘বেদব্যাস কর্তৃক মহাভারত রচিত হয়েছে’- কোন বাচ্যের উদাহরণ?
(ক) কর্তৃবাচ্য *(খ) কর্মবাচ্য (গ) ভাববাচ্য (ঘ) কর্মকর্তৃবাচ্য
৪৯। যে বাক্যে কর্তার প্রাধান্য রক্ষিত এবং ক্রিয়াপদ কর্তার অনুসারী হয়, তাকে বলে-
(ক) ভাববাচ্য *(খ) কর্তৃবাচ্য (গ) কর্মবাচ্য (ঘ) কর্মকর্তৃবাচ্য
৫০। ‘তুমি খেয়েছ’-এর ভাববাচ্য কোনটি?
(ক) তুমি খাওয়া গ্রহণ করেছে *(খ) তোমার খাওয়া হয়েছে
(গ) তোমা কর্তৃক খাওয়া হয়েছে (ঘ) তুমি খেয়ে উঠেছ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নবম-দশম শ্রেণীর পড়াশোনা
আরও পড়ুন