Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৩৮তম বিসিএস প্রিলির প্রস্তুতি

| প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

বাংলা ভাষা ও সাহিত্য

শামসুল আলম
প্রভাষক
ক্যারিয়ার গাইডলাইন
দুশ্চরিত্র এর সন্ধি বিচ্ছেদ-
ক) দুশ্চ+ চত্রি √খ) দুঃ + চরিত্র গ) দু + চরিত্র ঘ) দুঃ+ চরিত্র
দেবর-এর স্ত্রীবাচক শব্দ কী?
√ক) ননদ √খ) জা গ) ভ্রাতৃবধূ ঘ) কেনটিই নয়
পুস্তিকা কী অর্থে ব্যবহৃত হয়?
ক) স্ত্রীলিঙ্গ খ) উভয়লিঙ্গ √গ) ক্ষুদ্রার্থে ঘ) বৃহদার্থে
উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?
ক) মুখচন্দ্র খ) ক্রোধানল √গ) তুষারশুভ্র ঘ) অব্যয়ীভাব
উপকথা শব্দটি কোন সমাস?
√ক) অব্যয়ীভাব খ) তৎপুরুষ গ) দ্বিগু ঘ) দ্ব›দ্ব
বিজ্ঞান শব্দের বি উপসর্গ কি অর্থে ব্যবহৃত?
√ক) বিশেষ খ) গতি গ) সাধারণ ঘ) বিবিধ
অনুতে গঠিত হিমাচল -কোন কারকে কোন বিভক্তি?
√ক) করণে সপ্তমী খ) কর্তায় সপ্তমী
গ) অপদানে শূন্য ঘ) অধিকরণে সপ্তমী
চর্যাপদ কোন ধর্মাবলম্বীদের সাহিত্য?
ক) সনাতন হিন্দু √খ) সহজিয়া বৌদ্ধ গ) জৈন ঘ) হরিজন
নবান্ন নাটক লিখেছেন-
ক) সৈয়দ ওয়ালীউল্লাহ খ) অতৃতলাল বসু
গ) নুরুল মোমেন √ঘ) বিজন ভট্টাচার্য
বেগম রোকেয়া লেখনী ধারণ করেছিলেন-
ক) সাম্প্রদায়িকতার বিরুদ্ধে
খ) নারীদের ধর্মীয় শিক্ষায় অনুপ্রাণিত করতে
√গ) নারীদের কুসংস্কারমুক্ত ও শিক্ষিত করতে ঘ) শিশুদের নীতিকথা শিক্ষা দিতে
কখনো উপন্যাস লেখেনটি-
ক) কাজী নজরুল ইসলাম খ) জীবনান্দ দাশ
√গ) সুধীন্দ্রনাথ দত্ত ঘ) বুদ্ধদেব বসু
যদি সত্য বল তাহলে মুক্তি পাবে’ - এটি কোন ধরনের বাক্য?
√ক) সংযুক্ত বাক্য খ) যৌগিক বাক্য গ) সরল বাক্য ঘ) মিশ্র বাক্য
ফুলকুমারী শব্দটি কোন সমাস?
√ক) উপমিত খ) উপমান গ) রূপক ঘ) ঘষ্টী তৎপুরুষ
নীলদর্পণ নাটকটির বিষয়বস্তু কি?
√ক) নীলকরদের অত্যাচার খ) ভাষা আন্দোলন
গ) অসহযোগ আন্দোলন ঘ) তে-ভাগা আন্দোলন
জোঁক গল্পের রচয়িতা-
ক) শাহেদ আলী খ) শওকত ওসমান
গ) আল মাহমুদ√ঘ) আবু ইসহাক
‘কেরী সাহেবের মুন্সি’ লেখক হলেন-
ক) প্যারীচাঁদ মুখোপাধ্যায় খ) অন্নদা শঙ্কর রায়
গ) প্রভাত কুমার মুখোপাধ্যায় √ঘ) প্রমথনাথ বিশি
চধুবৎ শব্দের বাংলা পরিভাষা-
ক) উপাসক খ) প্রাপক গ) পরিশোধ √ঘ) দাতা
মধ্যযুগে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি কে?
ক) হরিদত্ত √খ) ভারতচন্দ্র গ) মুকুন্দরাম ঘ) চÐীদাস
রঙ্গিলা নায়ের মাঝি-এর লেখক হলেন-
√ক) জসীমউদ্দীন খ) ফররুখ আহমদ
গ) ড. মুহম্মদ শহীদুল্লাহ ঘ) অতুল প্রসাদ
কোনটি খাঁটি বাংলা শব্দ?
√ক) ঢোল খ) ঈদ গ) হালুয়া ঘ) সাবান
বামেতর শব্দটির অর্থ-
ক) বামচোখ √খ) ডান গ) ইতর ঘ) বামদিক
কোনটি শুদ্ধ বানান?
ক) উৎশৃঙ্খল খ) উৎশৃংখল √গ) উচ্ছৃঙ্খল ঘ) উচ্চৃংঙ্খল
বীণাপানি কোন সমাস-
√ক) বহুব্রীহি খ) অব্যয়ীভাব গ) কর্মধারয় ঘ) তৎপুরুষ
শিরচ্ছেদ সন্ধির নিয়মে কোনটি ঠিক?
ক) শির+ছেদ = শিরচ্ছেদ খ) শিরঃ+ছেদ= শিরচ্ছেদ
গ) শিরো+ছেদ = শিরোচ্ছেদ √ঘ) শিরঃ+ছেদ= শিরেচ্ছেদ
কোনটি হিন্দি শব্দ?
ক) আব্বু খ) কলম √গ) পানি ঘ) মৌসুম
অনীক শব্দের অর্থ-
ক) সূর্য খ) সমুদ্র গ) যুদ্ধক্ষেত্র √ঘ) সৈনিক
বিলাতে সাড়ে সাতশ দিন গ্রন্থটির রচয়িতা কে?
ক) ড. মুহম্মদ শহীদুল্লাহ খ) ড. এনামুল হক
√গ) মুহম্মদ আবদুল হাই ঘ) ইব্রাহীম খাঁ
মঙ্গলকাব্য রচনার মূলে উল্লিখিত কারণ কি?
ক) রাজাদেশ প্রাপ্তি √খ) স্বপ্নে দেবী কর্তৃক আদেশ লাভ
গ) রাজা ও সভানদের মনোরঞ্জন করা ঘ) রাজকবির দায়িত্ব পালন
দুদিনের খেলাঘর উপন্যাসটির রচয়িতা কে?
√ক) আকবর হোসেন খ) বুদ্ধদেব বসু
গ) প্রেমেন্দ্র মিত্র ঘ) বিষ্ণু দে
বাংলা বর্ণমালায় পর্বের সংখ্যা কত?
ক) ১৬ খ) ১৫ √গ) ১৩ ঘ) ৫
বনস্পতি এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক) বন+পতিঃ খ) বন+স্পতি √গ) বনঃ +পতি ঘ) বন+পতি
তুমি অধম, তাই বলে আমি উত্তম হব না কেন? এই প্রবাদটির রচয়িতা কে?
ক) মীর মশাররফ হোসেন খ) রোকেয়া সাখাওয়াত হোসেন
√গ) বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায় ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
জসীমউদ্দীনের কোন কাব্যগ্রন্থ বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে?
ক) সোজনবাদিয়ার ঘাট খ) বালুচর
√গ) নকশী কাঁথার মাঠ ঘ) রাখালী
কোন বাক্যটি শুদ্ধ?
ক) রহিমা পাগলি হয়ে গেছে √খ) রহিমা পাগল হয়ে গেছে
গ) রহিমা পাগলিনি হয়ে গেছে ঘ) রহিমা পাগলী হয়ে গেছে
কোন বানানটি শুদ্ধ?
ক) সূচিষ্মিতাখ) সূচিস্মিতা গ) সুচীস্মিতা √ঘ) সুচিস্মিতা
‘ইধহশৎঁঢ়ঃ’ -এর পরিভাষাÑ
ক) সঞ্চয়পত্র খ) ধনভাÐার √গ) দেউলিয়া ঘ) বাজেয়াপ্ত
‘চাঁদ’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক) চন্দ্রিকা খ) কৌমুদী গ) চাঁদিনী √ঘ) নিশাপতি
‘জানালা’ শব্দটিÑ
√ক) ফারসি খ) হিব্রæ গ) পর্তুগিজ ঘ) তুর্কী
‘তটিনী’ -এর প্রতিশব্দ কোনটি?
ক) ক‚ল খ) সলিল √গ) নদী ঘ) জলধি
ন্যায় শব্দের বিশেষণÑ
ক) ন্যায়িক খ) নীতিবাদ √গ) ন্যায্য ঘ) ন্যায়সঙ্গত
‘তিনি যখন চাঁদপুরে থাকতেন, তখন প্রত্যহ নদীর তীরে হাঁটতেন’ -এটি কোন শ্রেণীর বাক্য?
ক) সরল বাক্য √খ) জটিল বাক্য গ) যৌগিক বাক্য ঘ) ব্যাসবাক্য
কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ?
ক) বাক+দান = বাগদান খ) জল+ওকা = জলৌকা
গ) নিঃ+রব = নীরব √ঘ) ষট্+দশ = ষোড়শ
‘ছায়াশীতল’ কোন সমাস?
√ক) তৎপুরুষ খ) কর্মধারয় গ) বহুব্রীহি ঘ) অব্যয়ীভাব
‘মেঘের মত নাদ যার-এটি কোন সমাস?
ক) সমানাধিকরণ বহুব্রীহি √খ) মধ্যপদলোপী বহুব্রীহি
গ) ব্যাধিকরণ বহুব্রীহি ঘ) ব্যতিহার বহুব্রীহি
‘যে সকল অত্যাচারই সয়ে যায়’-
√ক) সর্বংসহা খ) সহিষ্ণু গ) সহ্যকারী ঘ) অত্যাচারী
‘ঘটিরাম’ কোন অর্থে ব্যবহৃত হয়?
ক) অলস খ) অপদার্থ গ) অমানুষ √ঘ) অযোগ্য
‘যে ভ‚মিতে ফসল জন্মায় না’-
ক) পতিত খ) অনির্ভর √গ) ঊষর ঘ) বন্ধ্যা
‘টীকাভাষ্য’- বাগধারাটির অর্থ কি?
ক) সদালাপ খ) অর্থহীন কথা
গ) সংক্ষিপ্ত আলোচনা √ঘ) দীর্ঘ আলোচনা
মহাকবি আলাওল কোন যুগের কবি?
ক) প্রাচীন যুগের খ) আদি যুগের
√গ) মধ্যযুগের ঘ) আধুনিক যুগের
শরৎচন্দ্রের কোন উপন্যাসটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?
√ক) পথের দাবী খ) নিস্কৃতি গ) চরিত্রহীন ঘ) দত্তা
‘বসন্তকুমারী’ নাটক কার রচনা?
ক) সঞ্জীব কুমার চট্টোপাধ্যায় √খ) মীর মশাররফ হোসেন
গ) সৈয়দ ওয়ালীউল্লাহ ঘ) শহীদুল্লাহ কায়সার
অগ্নিবীণা কাব্যগ্রন্থে সংকলিত প্রথম কবিতা-
ক) অগ্রপথিক খ) বিদ্রোহী √গ) প্রলয়োল্লাস ঘ) দারিদ্র্য
‘বাংলার মাটি, বাংলার জল’ সনেটটি কার রচনা?
ক) অতুলপ্রসাদ সেন খ) দ্বিজেন্দ্রলাল রায়
√গ) রবীন্দ্রনাথ ঠাকুর ঘ) সুধীন্দ্রনাথ দত্ত
হুমায়ূন আহমেদের কোন বইটি মুক্তিযুদ্ধবিষয়ক নয়?
ক) জোছনা ও জননীর গল্প খ) শ্যামল ছায়া
√গ) সূর্যের দিন ঘ) কোথাও কেউ নেই
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আমার সোনার বাংলা’ গানটি কবে থেকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করা হয়?
ক) ২ মার্চ, ১৯৭১ √খ) ৩ মার্চ, ১৯৭১
গ) ২৬ মার্চ, ১৯৭১ ঘ) ১৭ এপ্রিল, ১৯৭১
‘মুসাফির’ কার ছদ্মনাম?
√ক) সৈয়দ মুজতবা আলী খ) ফররুখ আহমদ
গ) জসীমউদ্দীন ঘ) মোজাম্মেল হক
আল-মাহমুদ রচিত ‘পানকৌড়ির রক্ত’ কোন ধরনের রচনা?
ক) ভ্রমণ কাহিনী খ) রম্য রচনা √গ) কথাসাহিত্য ঘ) কাব্যগ্রস্থ
বাংলাদেশের বর্তমান সাহিত্যাঙ্গনে সব্যসাচী লেখক কাকে বলা হয়?
ক) আল মাহমুদ √খ) সৈয়দ শামসুল হক
গ) আলাউদ্দিন আল আজাদ ঘ) হুমায়ুন আহমেদ
‘চাঁদের অমাবস্যা’ গ্রন্থটির লেখক কে?
ক) সৈয়দ মুজতবা আলী √খ) সৈয়দ ওয়ালীউল্লাহ
গ) শওকত ওসমান ঘ) সেলিনা হোসেন
ÑÑÑ গ্রন্থটি সৈয়দ মুজতবা আলীর রচিত গ্রন্থ।
ক) বিলাতের পত্র খ) পথে-প্রবাসে √গ) অবিশ্বাস্য ঘ) ইয়োরোপা
কোন দুটি জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থ?
√ক) বেলা অবেলা কালবেলা ও মহা পৃথিবী
খ) বনলতা সেন ও উত্তর ফাল্গুনী
গ) ঝরা পালক ও রাখালী ঘ) ছাড়পত্র ও বনলতা সেন
মাইকেল মধুসূদন দত্তের জীবনকাল কোনটি?
ক) ১৮২২-১৮৭৩ খ) ১৮২৪-১৮৭৫
√গ) ১৮২৪-১৮৭৩ ঘ) ১৮২৫-১৮৮০
‘বর্ণ পরিচয়’ এর লেখক কে?
ক) সুনীতি কুমার চট্টোপাধ্যায় খ) হরপ্রসাদ শাস্ত্রী
√গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঘ) সুনীতি কুমার সেন
বিদ্যান মহিলা কবি ভিক্টোরিয়া ওকাম্পো রবীন্দ্র কাব্যে মুগ্ধ হয়েছিলেন--- এটির শুদ্ধরূপ কোনটি?
√ক) বিদূষী মহিলা কবি ভিক্টোরিয়া ওকাম্পো রবীন্দ্র কাব্যে মুগ্ধ হয়েছিলেন।
খ) বিদূষী কবি ভিক্টোরিয়া ওকাম্পো রবীন্দ্র কাব্যে মুগ্ধ হয়েছিলেন।
গ) বিদ্যান কবি ভিক্টোরিয়া ওকাম্পো রবীন্দ্র কাব্যে মুগ্ধ হয়েছিলেন।
ঘ) কোনটিই নয়।
উবপড়ফব এর পারিভাষিক শব্দ---
ক) অনুসন্ধান করা খ) সংকেত গোপন করা গ) বহন করা
√ঘ) সংকেত মোচন করা
কোন শব্দটির লিঙ্গান্তর হয় না?
ক) ভাই খ) বিদ্বান গ) শিক্ষক √ঘ) কবিরাজ
‘বারান্দা’ শব্দটি কোন জাতীয় ভাষা থেকে গৃহীত?
ক) ফারসি √খ) পর্তুগিজ গ) তুর্কি ঘ) আরবি
‘আঙ্গুর’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
ক) প্রেমেন্দ্র মিত্র খ) আহমদ ছফা
গ) প্রমথ চৌধুরী √ঘ) ড. মুহাম্মদ শহীদুল্লাহ
‘ক্ষয়িঞ্চু’ এরপ্রত্যয় নির্ণয় কর
ক) √ক্ষ+ ইষ্ণু খ) √ক্ষী + ইষ্ণু √গ) √ক্ষি+ইষ্ণু ঘ) √ক্ষি+ইষ্ণু
হরপ্রসাদ শাস্ত্রী কাকে চর্যার আদি কবি মনে করেন?
√ক) লুই পা খ) ভুসুক পা গ) কাহ্ন পা ঘ) ডেগুন পা
‘নবীবংশ’ পুস্তকটি কে রচনা করেছেন?
ক) গোলাম মোস্তফা খ) মীর মশাররফ হোসেন
গ) হাজী মোযাম্মিল √ঘ) সৈয়দ সুলতান
শর্মিলা রবি ঠাকুরের কোন উপন্যাসের নায়িকা--
√ক) দুই বোন খ) শেষের কবিতা গ) মালঞ্চ ঘ) বউ ঠাকুরানীর হাট
‘ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত’- এই স্মরণীয় চরণটি লিখেছেন---
ক) সিকান্দার আবু জাফর খ) সৈয়দ শামসুল হক
গ) সুকান্ত ভট্রাচার্য √ঘ) সুভাষ মুখোপাধ্যায়
‘একালে আমার কাল’ কার আত্মজীবনীমূলক গ্রন্থ?
√ক) সুফিয়া কামাল খ) হেমচন্দ্র চন্দ্যোপাধ্যায়
গ) মশাররফ হোসেন ঘ) সুকুমার সেন
বাংলা ভাষায় কার কয়টি?
ক) ৮টি খ) ১১টি গ) ৯টি √ঘ) ১০টি
জাতিবাচক বিশেষ্যর দৃষ্টান্ত---
ক) সমাজ খ) মিছিল গ) পানি √ঘ) নদী
‘বর্ষীয়ান’ এর প্রত্যয়---
ক) বৃদ্ধ+ইয়স খ) বৃদ্ধ+ত্রীয়স √গ) বৃদ্ধ+ঈয়স ঘ) বৃদ্ধ+নীরস
নিচের কোনটি অলুক ষষ্ঠী তৎপুরুষ?
√ক) ভ্রাতৃষ্পুত্র খ) মৃগশিশু গ) রাজপুত্র ঘ) গুণগ্রাম
লোকিক কাহিনীর প্রথম রচয়িতা কে?
ক) আলাওল √ খ) দৌলত কাজী
গ) কোরেশী মাগন ঘ) সৈয়দ সুলতান
‘অ ংবধৎপয ভড়ৎ ওফবহঃরু' বইটি কার লেখা?
ক) কবীর চৌধুরী খ) সিরাজুল ইসলাম চৌধুরী
√গ) মেজর রফিকুল ইসলাম ঘ) মেজর আব্দুল জলিল
‘সব কটি জানালা খুলে দাও না’--- এই গানটির গীতিকার কে?
ক) আুব হেনা মোস্তফা কামাল খ) মনিরুজ্জামান
√গ) নজরুল ইসলাম বাবু ঘ) আলতাফ মাহমুদ
ঢাকার নবাব পরিবারে এক মহিলার অঙ্কিত ছবি দেখে কাজী নজরুল ইসরাম কোন কবিতাটি রচনা করেছিলেন?
√ক) খেয়াপারের তরণী খ) মহররম
গ) আনন্দময়ীর আগমনে ঘ) বিজয়িণী
‘স্বরূপের সন্ধানে’ ---প্রবন্ধ গ্রন্থের রচয়িতা---
ক)ড. মুহম্মদ শহীদুল্লাহ খ ড. মুহম্মদ এনামুল হক
গ) মোতাহের হোসেন চৌধুরী √ঘ) ড. আনিসুজ্জামান
‘নেমেসিস’ কোন জাতীয় রচনা?
ক) কাব্য খ) উপন্যাস √গ) নাটক ঘ) গীতি কবিতা
কোন বাক্যে সমুচ্চয়ী অব্যয় ব্যবহৃত হয়েছে?
ক) ধন অপেক্সা মান খ) তোমাকে দিয়ে কিছু হবে না
গ) ঢং ঢং ঘন্টা বাজে √ঘ) লেখা পড়া কর, নতুবা ফেল করবে
কোনটি অস্তিবাচক বাক্য?
ক) পৃথিবী চিরস্থায়ী নয় খ) কথাটা না মেনে উপায় নেই
গ) ওকে চেনাই যায় না √ঘ) জায়গাটা নির্জন
‘নদীমাতৃক’ শব্দের সমাস হলো---
√ক) নদী মাতা যার খ) নদী ও মাতা
গ) নদীতে মাতা আছে যার ঘ) নদী এবং মাতৃকা
‘গুল-ই-বকাওলী’ গ্রন্থের রচয়িতা কে?
√ক) মুহাম্মদ মুকিম খ) ফকীর গরীবুল্লাহ
গ) শা’বারিদ খান ঘ) দৌলত উজির বাহরাম খান
‘দেওয়ানা মদিনা’ কোন কাব্যের অন্তর্গত?
ক) মধ্যযুগের গীতিকবিতা খ) নাথ গীতিকা
গ) পূর্ববঙ্গ গীতিকা √ঘ) ময়মনসিংহ গীতিকা
বাংলা একাডেমি ইংরেজি-বাংলা অভিধানের প্রধান সম্পাদক কে?
ক) ড. আনিসুজ্জামান √খ) জিল্লুর রহমান সিদ্দিকী
গ) নরেন বিশ্বাস ঘ) আবু ইসহাক
কোন গ্রন্থটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?
√ক) একুশে ফেব্রæয়ারি খ) একুশে ফ্রেব্রæয়ারি আন্দোলন
গ) পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি
ঘ) রাষ্ট্রভাষা আন্দোলনের ইতিহাস
‘পথের পাঁচালী’ চলচ্চিত্রের পরিচালক ছিলেন---
ক) বিভ‚তিভ‚ষণ খ) প্রেমেন্দ্র রায় √গ) সত্যজিৎ রায় ঘ) সত্যব্রত রায়
আমি বেদুঈন, আমি চেঙ্গিস আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ। পঙ্ক্তিটি রচয়িতা কে?
ক) মোজাম্মেল হক খ) সুফিয়া কামাল
√গ) কাজী নজরুল ইসলাম ঘ) জসীমউদদ্ীন
১৮৫৫ সালে বিদ্যাসাগরের লেখা কোন বইটি ক্লাসিক মর্যাদা লাভ করেছে?
ক) শকুন্তলা √খ) বর্ণপরিচয় গ) সীতার বনবাস ঘ) ভ্রান্তিবিলাস
বাংলায় টি. এস. এলিয়টের কবিতার প্রথম অনুবাদক
√ক) রবীন্দ্রনাথ ঠাকুর খ) সুধীন্দ্রনাথ দত্ত
গ) বিষ্ণু দে ঘ) বুদ্ধদেব বসু
‘বাংলাদেশ’ কবিতাটি কার লেখা?
ক) আহসান হাবীব √খ) অমিয় চক্রবর্তী
গ) শামসুর রহমান ঘ) ফররুফ আহমদ
‘দুদিনের খেলাঘর’ উপন্যাসটির রচয়িতা কে?
√ক) আকবর হোসেন খ) নারায়ণ গঙ্গোপাধ্যায়
গ) অন্নদাশঙ্কর রায় ঘ) শওকত আলী
‘আমাদের দেশে হবে সেই ছেলে কবে/ কথায় না বড় হয়ে কাজে বড় হবে।’- এই পঙক্তি দুটির ¯্রষ্টার নাম---
ক) বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন খ) কামিনী রায়
√গ) কুসুমকুামারী দাশ ঘ) মহাশ্বেতা দেবী
কোনো বাক্যে প্রথম বন্ধনী থাকলে কতক্ষণ থামতে হবে?
√ক) থামতে হবে না খ) দুই সেকেন্ড
গ) এক সেকেন্ড ঘ) এক উচ্চারণের সময়
ইঁভভবৎ ংঃড়পশ-এর পাভিাষিক শব্দ---
√ক) মজুদ খ) মজুরি গ) মজুদকরণ ঘ) বিশেষ মজুদ
‘সান্ত’ এর বিপরীত শব্দ কোনটি?
ক) স্থির √খ) অনন্ত গ) অনবরত ঘ) গতিশীল
নি¤েœর কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ?
ক) স্বর্ণাসন √খ) পিশাচ/পিচাশ গ) ধর্ম/ধস্ম ঘ) লেবু/নেবু
‘মরি মরি! কী সুন্দর প্রভাতের রূপ’---- এখান অনম্বয়ী অব্যয়ে প্রকাশ পেয়েছে?
ক) যন্ত্রণা খ) সম্মতি গ) বিরক্তি √ঘ) উচ্ছ¡াস
‘শোচনীয়’ এর প্রত্যয় কোনটি?
ক) শোর + নীয় খ) শুচ্ + নীয় √গ) শুচ্ + অনীয় ঘ) শোচ্ + ইয়
মধ্যযুগে বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতায় অগ্রণী ভ‚মিকা পালন করেন---
√ক) তুর্কি শাসকবর্গ খ) পাঠান সুলতানগণ
গ) মুঘল স¤্রাটগণ ঘ) সংস্কৃত পÐিতগণ



 

Show all comments
  • Shohag ২০ সেপ্টেম্বর, ২০১৮, ১২:৫৫ পিএম says : 1
    ফায়ার সারভিস এর প্রশ্ন ২০১৮ সালের
    Total Reply(0) Reply
  • Jannatn taha ৪ মে, ২০২২, ৫:৫৩ পিএম says : 1
    আসসালামু আলাইকুম BCS এর জন্য 35 বছর বয়স পর্যন্ত সময় বৃদ্ধি করার সকল প্রকার সহযোগিতার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রী সরকার সংশ্লিষ্ট সকলের সুদৃষ্টি র জন্য এ পত্রিকাই সবসময় এ বিষয়ে সরকারের সুদৃষ্টি আকর্ষণ করার জন্য সপ্তাহে একটি কলাম লেখে সকল শিক্ষিতদের সহযোগিতা করার আহ্বান
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন