Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নবম-দশম শ্রেণীর পড়াশোনা

প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

বিষয় : বাংলা ২য় পত্র
সনজিত পাল
সিনিয়র শিক্ষক (বাংলা ২য় পত্র)
সেন্ট গ্রেগরী হাই স্কুল

ণ-ত্ব ও ষ-ত্ব বিধান
১. ‘ঋ’‘র’ ‘ষ’ এর পরে কি হয়?
*(ক) ণ (খ) ন (গ) ন্ন (ঘ) ণ্য
২. নিচের কোন ধরনের শব্দেই কেবল ‘ণ’ পাওয়া যায়?
*(ক) তৎসম (খ) অর্ধ-তৎসম (গ) তদ্ভব (ঘ) সব ধরনের
৩. ষ-ত্ব বিধানে স্বাভাবিকভাবে ‘ষ’ হয়েছে কোন শব্দে?
*(ক) মানুষ (খ) বর্ষা (গ) নষ্ট (ঘ) বিষয়
৪. ষ-ত্ব বিধান অনুযায়ী কোন বানানটি ভুল?
*(ক) অনুসঙ্গী (খ) সুষম (গ) অভিশাপ (ঘ) বিষম
৫. স্বভাবতই ‘ণ’-এর ব্যবহার হয়েছে কোন শব্দে?
(ক) হরিণ (খ) বর্ণনা (গ) রামায়ণ *(ঘ) গণনা
৬. নিচের কোন শব্দটিতে স্বভাবতই ‘ণ’ হয়?
(ক) কৃপণ *(খ) লাবণ্য (গ) কা- (ঘ) ব্রাহ্মণ
৭. বিদেশি শব্দে ‘ষ’-এর ব্যবহারÑ
(ক) হয় *(খ) হয় না (গ) কখনো হয় (ঘ) বিশেষ অর্থে হয়
৮. ‘ণ’-ত্ব বিধানের (নিয়মের) বাইরে ‘ণ’ এর ব্যবহার হয়েছে কোন শব্দগুলোতে?
(ক) ঘণ্টা, লুণ্ঠন, কা- (খ) কৃপণ, বর্ণ, ঝর্ণা
(গ) কৃপণ, রামায়ণ, ব্রাহ্মণ *(ঘ) বেণু, অণু, কল্যাণ
৯. কোন বানানটি ভুল?
(ক) বরষণ (খ) লবণ *(গ) কিন্নরী (ঘ) পাষাণ
১০. নিচের কোনটি ঠিক?
(ক) প্রতিসেধক *(খ) প্রতিষেধক (গ) প্রতিশেধক (ঘ) প্রতিষেদক
১১. কোনগুলো ‘ষ’-ত্ব বিধানের উদাহরণ?
(ক) ত্রিনয়ন, সর্বনাম (খ) করিস, দেশী
(গ) পোষাক মাস্টার *(ঘ) আষাঢ়, ঊষা
১২. আরবি, ফারসি, ইংরেজি ইত্যাদি ভাষা থেকে আগত শব্দে ‘ষ’ হয় না- এ বিধান অনুসারে কোন বানানটি শুদ্ধ নয়?
(ক) পোশাক (খ) আগস্ট (গ) পোস্ট *(ঘ) ষ্টেশন
১৩. ট-বর্গীয় ধ্বনির আগে কোনটি ব্যবহৃত হয়?
(ক) ন (খ) ন্ন *(গ) ণ (ঘ) ন্য
১৪. কোনটি স্বভাবতই ‘ণ’-এর উদাহরণ?
*(ক) কণিকা (খ) হরিণ (গ) ঋণ (ঘ) উষ্ণ
১৫. ‘ই’ কারাস্ত ও ‘উ’ কারাস্ত উপসর্গের পর কতগুলো ধাতুতে কি হয়?
(ক) ‘স’ হয় (খ) ‘উ’ হয় *(গ) ‘ষ’ হয় (ঘ) ‘ই’ হয়
১৬. কৃপণ, হরিণ, অর্পণÑ এগুলো কিসের উদাহরণ?
(ক) ষ-ত্ব বিধানের (খ) পদান্বয়ী অব্যয়ের
*(গ) ণ-ত্ব বিধানের (ঘ) র-ত্ব বিধানে
১৭. নিচের কোন শব্দটিতে কোনো নিয়ম ছাড়া স্বভাবতই ‘ণ’ ব্যবহার হয়?
*(ক) বিপণি (খ) রু´িণী (গ) হরিণ (ঘ) উষ্ণ
১৮. নিচের কোনগুলোতে স্বভাবতই ‘ণ’ হয়?
(ক) রামায়ণ, আপণ, লক্ষ্মণ (খ) উষ্ণ, লুন্ঠন, পুণ্য
(গ) বর্ণ, বাণী, পানি *(ঘ) পণ্য, মণ, বিপণি
১৯. অ, আ ভিন্ন অন্য স্বরধ্বনির পর ষ-এর প্রয়োগ হলে তা কি হয়?
(ক) পরিবর্তিত হয় (খ) বিকৃত হয়
*(গ) অবিকৃত থাকে (ঘ) অন্য ‘শ’-এর ব্যবহার হয়
২০. ণ-ত্ব ও ষ-ত্ব বিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
(ক) শব্দ তত্ত্ব (খ) অর্থ তত্ত্ব *(গ) ধ্বনি তত্ত্ব (ঘ) পদক্রম
২১. কোন শব্দে ‘ণ’-এর সঠিক ব্যবহারের নিয়মকে ‘ণ’-ত্ব বিধান বলে?
(ক) দেশি শব্দ (খ) বিদেশি শব্দ *(গ) তৎসম শব্দ (ঘ) তদ্ভব শব্দ
২২. কোন বর্গীয় ধ্বনির আগে ‘ন’ হলে সব সময় তা ‘মূর্ধন্য ‘ণ’ হয়?
(ক) ‘ক’ বর্গীয় ধ্বনি *(খ) ‘ট’ বর্গীয় ধ্বনি
(গ) ‘চ’ বর্গীয় ধ্বনি (ঘ) ‘ত’ বর্গীয় ধ্বনি
২৩. কোন দুটি স্বরবর্ণের পরে মূর্ধন্য ‘ষ’-এর প্রয়োগ হয় না?
*(ক) অ, আ (খ) ই, ঈ (গ) উ, ঊ (ঘ) এ, ঐ
২৪. কোন শব্দে ‘ষ’-এর ব্যবহারের নিয়মকে ‘ষ’-ত্ব বিধান বলে?
(ক) দেশী শব্দ (খ) বিদেশী শব্দ
(গ) তদ্ভব শব্দ * (ঘ) তৎসম শব্দ
২৫. ণ-ত্ব বিধান কাকে বলে?
* (ক) দন্তন্য ‘ন’ মূর্ধন্য ণ- তে পরিণত হবার নিয়মকে
(খ) ণ-এর নির্ধারিত বিধানকে
(গ) ন ব্যবহার কেন করা হয় তা জানাকে
(ঘ) কোন কোন শব্দে ণ উচ্চারিত হয় তাকে
২৬. ষ-ত্ব বিধান কাকে বলে?
(ক) স ব্যবহৃত সকল শব্দকে
(খ) ষ ব্যবহৃত সকল শব্দকে
(গ) ষ ব্যবহার করার ক্ষেত্রকে
* (ঘ) যে বিধানে দন্ত্য ‘স’ মুর্ধন্য ‘ষ’ তে পরিণত হয়
২৭. নিচের কোন বানানটি ঠিক নয়?
(ক) অনুষঙ্গ *(খ) আবিস্কার (গ) বিষন্ন (ঘ) স্টেশন
২৮. কোন শব্দে ণ-ত্ব বিধান প্রযোজ্য নয়?
(ক) অব্যয়যুক্ত শব্দ (খ) সন্ধিযুক্ত শব্দ
*(গ) সমাসবদ্ধ শব্দ (ঘ) প্রত্যয়যুক্ত শব্দ
২৯. কোন বানানটি সঠিক?
(ক) ঝর্না (খ) করুনা (গ) প্রমান * (ঘ) করেন
৩০. প্র, পরা উপসর্গ নিয়ে যে বিধান হয় তার নাম কি?
(ক) সমাস (খ) সন্ধি (গ) পদ *(ঘ) ণ-ত্ব বিধান
৩১. ‘শোণিত’ কোন বিধান?
(ক) ষ-ত্ব বিধান *(খ) ণ-ত্ব বিধান
(গ) ভাষা বিধান (ঘ) কোনোটি না
৩২. কোন বানানটির ক্ষেত্রে দন্ত্য ‘স’ হবে?
*(ক) স্টেশন (খ) আবিষ্কার
(গ) বিষণœ (ঘ) কোনাটি না
৩৩. নিচের কোন শব্দ মূর্ধন্য ‘ষ’ হবে?
(ক) মাস্টার (খ) হেডমাস্টার
*(গ) পরিষ্কার (ঘ) পুরস্কার
৩৪. তদ্ভব শব্দে সর্বদাই কি হয়?
*(ক) ন (খ) ণ (গ) ন্ন (ঘ) ণœ
৩৫. নি¤েœর কোন বানানটির ক্ষেত্রে মূর্ধন্য ‘ণ’ হবে?
(ক) নিপাতন *(খ) কৃপণ (গ) জীবন (ঘ) বিনিময়
৩৬. ষ-ত্ব বিধান অনুযায়ী নিচের কোন বানানটি ভুল?
*(ক) অভিসেক (খ) উষ্ণ (গ) মনীষা (ঘ) আষাঢ়
৩৭. নিচের কোন বানানটির ক্ষেত্রে মূর্ধন্য ‘ষ’ হবে?
(ক) মাস্টার *(খ) পরিষ্কার (গ) ধূলিসাৎ (ঘ) পুরস্কার
৩৮. কোন জাতীয় ভাষার শব্দের ণ থাকলে তা অবিকৃতভাবে রাখতে হয়?
(ক) দেশী শব্দ (খ) বিদেশী শব্দে
*(গ) তৎসম শব্দে (ঘ) অর্ধতৎসম শব্দে
৩৯. ট ও ঠ-এর আগে কোন বিধান হয়?
(ক) ষ-ত্ব বিধান (খ) ণ-ত্ব বিধান
(গ) র-ত্ব বিধান *(ঘ) ক ও খ উভয়ই
৪০. স্বভাবতই মূর্ধন্য ‘ষ’ হয় এমন উদাহরণ কোনটি?
(ক) কৃষক (খ) বর্ষা (গ) কাস্ট *(ঘ) ঔষধ
৪১. কোনটি ণ-ত্ব বিধানের উদাহরণ?
(ক) কুরআন (খ) বাগান (গ) পণ *(ঘ) ঘৃণা
৪২. কোন বানানটি সঠিক?
*(ক) বিশেষণ (খ) বিশেষন (গ) বিশেসন (ঘ) বিসেশন
৪৩. ণ-ত্ব বিধান অনুযায়ী কোন বানানটি সঠিক?
(ক) মধ্যাহ্ন (খ) মর্ধাহ্ন *(গ) পূর্বাহ্ন (ঘ) মধ্যান্ন
৪৪. কোনটি ণ-ত্ব বিধানের উদাহরণ নয়?
(ক) পূর্বাহ্ণ *(খ) কষ্ট (গ) পরায়ণ (ঘ) নারায়ণ
৪৫. কোন বানানটি শুদ্ধ?
(খ) আর্চাযানী (খ) আচর্যানী (গ) আচাযানি *(ঘ) আচার্যানী



 

Show all comments
  • abu daud ২৫ এপ্রিল, ২০১৭, ৩:২৬ পিএম says : 0
    thanks
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নবম-দশম শ্রেণীর পড়াশোনা
আরও পড়ুন