Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নবম-দশম শ্রেণীর পড়াশোনা

প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

বিষয় : বাংলা ২য় পত্র
সনজিত পাল
সিনিয়র শিক্ষক (বাংলা ২য় পত্র)
সেন্ট গ্রেগরী হাই স্কুল


বাচ্য ও বাচ্য পরিবর্তন
১। দস্যুদল গৃহটি লুণ্ঠন করেছে। এটি-
(ক) কর্মবাচ্য *(খ) কর্তৃবাচ্য
(গ) ভাববাচ্য (ঘ) কর্মকর্তৃবাচ্য
২। যে বাচ্যে কর্মপদই কর্তৃস্থানীয় হয়ে বাক্য গঠন করে তাকে বলে-
(ক) কর্তৃবাচ্য (খ) কর্মবাচ্য
*(গ) কর্মকর্তৃবাচ্য (ঘ) ভাববাচ্য
৩। কর্মকর্তৃবাচ্যের উদাহরণ কোনটি?
*(ক) মেলা বসেছে (খ) তোমাকে হাঁটতে হবে
(গ) রাখাল বাঁশি বাজায় (ঘ) কোথায় থাকা হয়?
৪। ‘তার যেন আসা হয়।’ এ বাক্যটি কিসের উদাহরণ?
(ক) কর্র্তৃবাচ্য (খ) কর্মবাচ্য
(গ) কর্মকর্তৃবাচ্য *(ঘ) ভাববাচ্য
৫। ‘সুতি কাপড় অনেক দিন টিকে।’-এ বাক্যটি কিসের উদাহরণ?
(ক) ভাববাচ্য *(খ) কর্মকর্র্তৃবাচ্য
(গ) কর্মবাচ্য (ঘ) কোনটিই নয়
৬। ‘কোথায় থাকা হয়’-এ বাক্যটি কোন বাচ্যের উদাহরণ?
(ক) কর্তৃবাচ্য (খ) কর্মবাচ্য
*(গ) ভাববাচ্য (ঘ) কর্র্তৃকর্মবাচ্য
৭। যে বাচ্যের কর্ম থাকে না এবং বাক্যে ক্রিয়ার অর্থই প্রধানরূপ প্রতীয়মান হয় তাকে কোন বাচ্য বলে?
(ক) কর্মকর্তৃবাচ্য (খ) কর্মবাচ্য
*(গ) ভাববাচ্য (ঘ) কর্তৃবাচ্য
৮। বাক্যের বিভিন্ন ধরনের প্রকাশভঙ্গিকে কি বলা হয়?
(ক) উক্তি *(খ) বাচ্য
(গ) পদান্তর (ঘ) বাক্যান্তর
৯। ‘কাজটা ভালো দেখায় না।’ বাক্যটি কোন বাচ্য?
(ক) কর্মবাচ্য (খ) ভাববাচ্য
(গ) কর্র্তৃবাচ্য *(ঘ) কর্মকর্তৃবাচ্য
১০। কোনটি কর্মকর্তৃবাচ্যের উদাহরণ?
(ক) তোমাকে যেতে হবে (খ) আমার যাওয়া হবে না
(গ) মেয়েরা ফুল তোলে *(ঘ) বাঁশি বাজে
১১। ‘কোথায় যাওয়া হচ্ছে?’-এটি কোন বাচ্যের উদাহরণ?
*(ক) ভাববাচ্যের (খ) কর্মবাচ্যের
(গ) কর্তৃবাচ্যের (ঘ) কর্মকর্তৃবাচ্যের
১২। কর্তৃবাচ্যের বাক্য কোনটি?
*(ক) ছাত্ররা অংক করছে (খ) আমার যাওয়া হবে
(গ) তোমাকে হাঁটতে হবে (ঘ) বাঁশি বাজে ঐ মুধুর লগনে
১৩। বিদ্বানকে সকলেই সম্মান করে-বাক্যটি কর্মবাচ্যে কি হবে?
(ক) বিদ্বান সকলের দ্বারা সমর্থিত *(খ) বিদ্বান সকলে দ্বারা সম্মানিত
(গ) বিদ্বান সকল কর্তৃক সমর্থিত (ঘ) সকলের দ্বারা বিদ্বান সম্মান অর্জন করেন
১৪। কোন বাচ্যের ক্রিয়া অকর্মক হলে তাকে কোন বাচ্য বলে?
(ক) কর্মবাচ্য (খ) কর্তৃবাচ্য
*(গ) ভাববাচ্য (ঘ) কর্মকর্তৃবাচ্য
১৫। ‘বাঁশি বাজে ঐ মধুর লগনে।’-এটা কোন বাচ্যের উদাহরণ?
(ক) কর্তৃবাচ্য (খ) কর্মবাচ্য
(গ) ভাববাচ্য *(ঘ) কর্মকর্তৃবাচ্য
১৬। ‘হালাকু খাঁ বাগদাদ নগরী ধ্বংস করেন।’-এটা কোন বাচ্যের উদাহরণ?
(ক) কর্মবাচ্য *(খ) কর্তৃবাচ্য
(গ) ভাববাচ্য (ঘ) কর্মকর্তৃবাচ্য
১৭। কর্তৃবাচ্যের বাক্যকে ভাববাচ্যে পরিবর্তিত করতে হলে কিসের প্রয়োজন হয়?
(ক) কর্মে ৬ষ্ঠী ও ক্রিয়ার মধ্যম পুরুষ (খ) করণে ৭মী ও ক্রিয়ার উত্তম পুরুষ
(গ) শুধুমাত্র কর্তায় ৬ষ্ঠী বিভক্তি *(ঘ) কর্তায় ৬ষ্ঠী বা ২য়া বিভক্তি এবং ক্রিয়া নামপুরুষ
১৮। কর্তৃবাচ্যের বাক্য কর্মবাচ্যে রূপান্তরের সময় কর্তায় কোন বিভক্তি যুক্ত হয়?
*(ক) তৃতীয়া বিভক্তি (খ) প্রথমা বিভক্তি
(গ) দ্বিতীয়া বিভক্তি (ঘ) ষষ্ঠী বিভক্তি
১৯। ভাববাচ্যের ক্রিয়া সর্বদাই কোন পুরুষের হয়ে থাকে?
(ক) উত্তম পুরুষ (খ) মধ্যম পুরুষ
*(গ) নাম পুরুষ (ঘ) উত্তম পুরুষ ও মধ্যম পুরুষ
২০। ‘মূল ক্রিয়ার সঙ্গে সহযোগী ক্রিয়ার সংযোগ ও বিভিন্ন অর্থে ভাববাচ্যের ক্রিয়া গঠিত হয়’-তার উদাহরণ কোনটি?
*(ক) এ ব্যাপারে আমাকে দোষী করা চলে না (খ) এ পথে চলা যায় না
(গ) আসামিকে জরিমানা করা হয়েছে (ঘ) রোগী পথ্য সেবন করে
২১। ‘তুমি কখন এলে।’ বাক্যটিকে ভাববাচ্য রূপান্তর করলে কোনটি হবে?
(ক) তোমার দ্বারা কখন আসা হল *(খ) তোমার কখন আসা হল
(গ) এবার একটি গান কর (ঘ) তোমার কখন আসা হয়
২২। ভাববাচ্য থেকে কর্তৃবাচ্যে রূপান্তরের সময় ক্রিয়া কিরূপ হয়?
*(ক) কর্তার অনুসারী হয় (খ) কর্মের অনুসারী হয়
(গ) ভাবাচ্যের অনুসারী হয় (ঘ) কালের অনুসারী হয়
২৩। ‘কর্তৃবাচ্যে ব্যবহৃত তৎসম মিশ্র ক্রিয়াটি কর্মবাচ্যে যৌগিক ক্রিয়াজাত Ñ রূপে ব্যবহৃত হয়।’ শূন্যস্থানে নিচের কোনটি বসবে?
(ক) বিশেষণ (খ) ভাব বিশেষণ
*(গ) ক্রিয়া বিশেষণ (ঘ) বিশেষণের বিশেষণ
২৪। ভাববাচ্যের বাক্যকে কর্তৃবাচ্যে রূপান্তরিত করতে হলে কিসের প্রয়োজন হয়?
*(ক) কর্তায় ১মা এবং ক্রিয়া কর্তা অনুযায়ী (খ) কর্মে ১মা এবং ক্রিয়া উত্তম পুরুষ হয়
(গ) কর্তা ৬ষ্ঠী বিভক্তি
(ঘ) কর্তায় ৬ষ্ঠী বা ২য়া বিভক্তি এবং ক্রিয়া নাম পুরুষ হয়
২৫। ‘এবার একটি গান হোক।’-কোন বাচ্যের বাক্য?
(ক) কর্মকর্তৃবাচ্য *(খ) ভাববাচ্য
(গ) কর্তৃবাচ্য (ঘ) কর্মবাচ্য
২৬। ‘নজরুল কর্তৃক অগ্নিবীণা রচিত হয়েছে।’ কোন বাচ্যের উদাহরণ?
(ক) ভাববাচ্য *(খ) কর্মবাচ্য
(গ) কর্তৃবাচ্য (ঘ) কর্মকর্তৃবাচ্য
২৭। কোনটি কর্মবাচ্যের উদাহরণ?
(ক) রোগী পথ্য সেবন করে *(খ) ফেরদৌসী কর্র্তৃক শাহনামা রচিত হয়েছিল
(গ) আমার যাওয়া হল না (ঘ) এ ব্যাপারে আসামিকে দায়ী করা চলে না
২৮। কোন নিয়মানুসারে কর্তৃবাচ্যকে কর্মবাচ্য পরিবর্তন করা যায়?
*(ক) কর্তায় ৩য়া, কর্মে ১মা বা শূন্য এবং ক্রিয়া কর্মানুযায়ী হয়
(খ) কর্তায় ৬ষ্ঠী বা ২য়া বিভক্তি এবং ক্রিয়া নাম পুরুষের হয়
(গ) কর্তায় ১মা বিভক্তি এবং ক্রিয়া কর্তানুযায়ী হয়
(ঘ) কর্তায় ৩য়া, কর্মে ৭মী এবং ক্রিয়া অর্থানুযায়ী হয়
২৯। কোন ক্রিয়ারবাচ্য পরিবর্তন হয় না?
(ক) সকর্মক ক্রিয়া (খ) সমাপিকা ক্রিয়া
*(গ) অকর্মক ক্রিয়া (ঘ) সমধাতুজ কর্মের
৩০। যে বাক্যে কর্ম প্রধান এবং ক্রিয়া কর্মকে অনুসরণ করে তাকে বলে-
(ক) কর্তৃবাচ্য (খ) কর্মকর্তৃবাচ্য
*(গ) কর্মবাচ্য (ঘ) ভাববাচ্য
৩১। ‘বিদ্বান সকলের দ্বারা সমাদৃত হন।’-কোন বাচ্যের বাক্য?
(ক) কর্মকর্তৃবাচ্যের (খ) ভাববাচ্যের
(গ) কর্তৃবাচ্যের *(ঘ) কর্মবাচ্যের



 

Show all comments
  • Ahad Matubber ৩ ফেব্রুয়ারি, ২০১৯, ২:১৯ পিএম says : 0
    ৯এর উওর কি
    Total Reply(0) Reply
  • parvej ahamed ৪ ফেব্রুয়ারি, ২০১৯, ৭:৫৫ পিএম says : 0
    keo jodi aibar ssc exam e bangla1 e 16& bangla 2 e 8 pay tahole se ki pass hobe
    Total Reply(0) Reply
  • rakib ৫ ফেব্রুয়ারি, ২০২০, ৩:৩৬ পিএম says : 0
    5 নং প্রশ্নের উত্তর কি..?
    Total Reply(0) Reply
  • রাপি ১০ ডিসেম্বর, ২০২০, ৮:০৪ এএম says : 0
    নিচের কোনটি কর্ম-কর্তৃবাচ্যের কর্তার উদাহরণ? Answer plz
    Total Reply(0) Reply
  • রাপি ১০ ডিসেম্বর, ২০২০, ৮:০৪ এএম says : 0
    নিচের কোনটি কর্ম-কর্তৃবাচ্যের কর্তার উদাহরণ? Answer plz
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নবম-দশম শ্রেণীর পড়াশোনা
আরও পড়ুন