Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যে দেশের নারীরা শিক্ষিত সে দেশ উন্নতি হবেই-বজলুল হক হারুন এমপি

| প্রকাশের সময় : ৪ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

রাজাপুর (ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা : ধর্মবিষয়ক সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সংসদ সদস্য, বাংলাদেশ-সউদী আরব সংসদীয় মৈত্রী গ্রুপের সভাপতি বজলুল হক হারুন বলেছেন, আজকের নারীসমাজ স্কুল-কলেজ, মাদরাসা ও উচ্চতর শিক্ষার সুযোগের ফলে নারীরা এগিয়ে যাচ্ছে। শিক্ষার জন্য কাজের জন্য নারীরা যে পথ অতিক্রম করেছে, তা শুধু জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সম্ভব হয়েছে। যে দেশে নারীরা শিক্ষিত, সে দেশ উন্নতি হবেই। নারী শিক্ষার জন্য সরকার সফলতা অর্জন করেছে। আজকের পদ্মাসেতু ২০১৮ সালের শেষের দিকে সেতু চালু হবে। ফলে দক্ষিণ পশ্চিমাঞ্চলের ব্যবসা-বাণিজ্য তরান্বিত হবে। দেশের উন্নয়নের জন্য আসন্ন জাতীয় নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি। গতকাল শুক্রবার বিকেলে রাজাপুর ৭৪ নম্বর দক্ষিণ বাঘরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও বিশাল জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ৬ নম্বর মঠবাড়ি ইউপি চেয়ারম্যান মো. মোস্তফা কামাল সিকদারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশেষ অতিথি রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও রাজাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মনিরুজ্জামান, মো. মুজিবুল হক কামাল, চেয়ারম্যান, গালুয়া ইউনিয়ন পরিষদ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ ঝালকাঠি জেলা শাখা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ এইচ এম খাইরুল আলম সরফরাজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সঞ্জীব কুমার বিশ্বাস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, ইউনিয়ন সাধারণ সম্পাদক মো. মজিবর ফকির ও উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক পিয়ার আহাম্মেদ লিটন প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এমপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ