Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যাটিং দিয়েই জিততে চায় ভারত

প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : শ্লো উইকেটে ১৬৬, শিখর ধাওয়ান,বিরাট কোহলী, সুরেশ রায়নাদের রান ছাড়াই শ্লো উইকেটে এমন স্কোর। এশিয়া কাপের প্রথম ম্যাচে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে ভারতের জয়টাও বড়Ñ ৪৫ রানে। ব্যাটল অব ঢাকায় চিরপ্রতিদ্ব›দ্বী পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং দিয়েই জিততে চায় ভারত। প্রথম ম্যাচের ব্যাটিং হিরো রোহিত শর্মা গতকাল সংবাদ সম্মেলনে সে ঘোষণাই দিয়েছেনÑ ‘কোনো সন্দেহ নেই, পাকিস্তানের বোলিং লাইন খুব শক্তিশালী। তবে আমাদের চিন্তায় কেবল নিজেদের শক্তি ও পরিকল্পনা। আমাদের শক্তির দিক হলো ব্যাটিং এবং আমরা উইকেটের উপরও নির্ভর করবো। প্রতিটি দলেরই আলাদা আলাদা বৈশিষ্ট আছে। পাকিস্তাান দলে বাঁ হাতি পেসার আছে। আমাদের বোলিংও শক্তিশালী এবং বেশ বৈচিত্রপূর্ণ।’
স্পট ফিক্সিংয়ের দায়ে ৫ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন মোহাম্মদ আমির। এই পাকিস্তানী বাঁ হাতি পেস বোলারের এক অর্থে উন্থানপর্ব এই ঢাকা থেকেই, বিপিএলএ পারফর্ম করে। চেনা ভেন্যুতে তার ভয়ংকর হয়ে ওঠার পূর্বাভাসই পাচ্ছে আজ মিরপুরের দর্শক। তবে আমিরকে নিয়ে শুধু নয়, পাকিস্তানের পুরো পেস বোলিং ইউনিট নিয়েই চিন্তা করছে ভারত। গতকাল রোহিত জানিয়েছেন তাÑ ‘আমি আমিরকে আগেও খেলেছি এবং অন্যদেরও খেলেছি। আমরা শুধুমাত্র একজনকে নিয়ে চিন্তা করছি না। ইরফান, সামি, আমির ও ওয়াহাব; পাকিস্তানের পুরো বোলিং ইউনিট নিয়েই আমরা চিন্তা করছি।প্রত্যেককে মাথায় রেখেই প্রস্তুতি নেয়া হচ্ছে। পাকিস্তানের সঙ্গে খেলার চ্যালেঞ্জের জন্য আমরা অপেক্ষা করছি। আমরা খুব দূরে তাকাচ্ছি না। ম্যাচ জেতার জন্য যা করণীয় সবই আমরা করবো।’
পর পর তিনটি টি-২০ আন্তর্জাতিক সিরিজ খেলে এশিয়া কাপ মিশনে ভারত। দল হিসেবে একটা ইউনিট দাঁড়িয়ে গেছে ভারত এরই মধ্যে। টুয়েন্টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে গন্য হওয়া এশিয়া কাপে পাকিস্তানের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তাই রোহিতÑ‘দল হিসেবে একসঙ্গে খেলছি অনেক দিন ধরে। আমরা যে কোনো ধরনের চ্যালেঞ্জ নেয়ার জন্য প্রস্তুত। বিশ্বকাপের আগে এ আমাদের প্রস্তুতি নিয়ে আমরা খুশি।’
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের উইকেট নিয়ে প্রথম দিনেই হয়েছে ভারত বিস্মিত, সবুজ উইকেট নাকি কল্পনায়ও ভাবেননি তিনিÑ ‘মিরপুরের উইকেট টি-২০ খেলার জন্য কঠিনই ছিলো। বিশ্বের এই অঞ্চলে ওই রকম (সবুজ) উইকেট দেখাটা সত্যিই বিস্ময়কর ছিলো। তবে আমরা যে কোনো ধরনের উইকেটে খেলার জন্যই প্রস্তুত।’
বাংলাদেশের বিপক্ষে ঝটপট উইকেট পড়ে যাওয়ার পরও নিজেকে দায়িত্ব নিয়ে খেলতে হয়েছে। তাতেই পরিতৃপ্ত তিনিÑ ‘প্রথম ম্যাচে উইকেট পড়ে যাওয়ার পর আমার দায়িত্ব ছিলো কিছু করার। সেটা করতে পেরে আমি খুশি। আমাদের টিম মিটিংয়েও এমন কথা হয়েছে যে, টপঅর্ডারের কোনো একজন ব্যাটসম্যান যতোটা সম্ভব লম্বা সময় ধরে ব্যাটিং করবে। মিরপুরের উইকেটে টপঅর্ডারের চ্যালেঞ্জ, এটা নিয়ে চিন্তার কিছু নেই। উইকেট কঠিন হলেও আমরা বড় স্কোর করেছি। বাংলাদেশের বিপক্ষে মিডল অর্ডার ভালো খেলেছে। হার্দিক পান্ডেও দারুণ করেছে। একজন ব্যাটসম্যান হিসেবে আপনাকে মৌলিক বিষয়গুলো ঠিক রাখতে হবে।’
ঢাকায় এশিয়া কাপের সর্বশেষ ম্যাচে পাকিস্তানের কাছে হারের অতীত, এবং এশিয়া কাপে ঢাকায় সর্বশেষ তিনটি আসরের তিনটিতেই ফাইনালে উঠতে না পারার অতীতটাও যে মনে করতে হচ্ছে ভারতকে। ক্রিকেট মাঠে দুই চিরপ্রতিদ্ব›দ্বীর লড়াইটা যে উত্তাপ পায় যুদ্ধের, এখানেও দারুন এক উপভোগ্য লড়াইয়ের ঝাঁঝ পাচ্ছে মিরপুরের দর্শক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্যাটিং দিয়েই জিততে চায় ভারত

২৭ ফেব্রুয়ারি, ২০১৬
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ