Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভিযুক্ত ৪ শিক্ষানবিশ চিকিৎসকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বগুড়া শজিমেকে অনাকাক্সিক্ষত ঘটনা

| প্রকাশের সময় : ৩ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

মহসিন রাজু, বগুড়া থেকে : বগুড়ার শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতাল (শজিমেকে) সম্প্রতি পার্শ্ববর্তী সিরাজগঞ্জ থেকে চিকিৎসা নিতে আসা আলাউদ্দিন সরকার নামে এক রোগীর অনাকাক্সিক্ষত মৃত্যু ও মৃতের বড় ছেলে আলাউদ্দিন সরকার ও তার আর ছয়জন স্বজন শিক্ষানবিশ চিকিৎসকদের হাতে মারধর ও চরমভাবে অপদস্ত হওয়ার ঘটনায় অভিযুক্ত ৪ জনের শাস্তি হয়েছে । স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শাস্তির অংশ হিসেবে অভিযুক্ত ৪ শিক্ষানবিশ চিকিৎসকের ৬ মাসের জন্য ইন্টার্নশিপ’ সাময়িকভাবে বাতিল করা হয়েছে ।
যে ৪ চিকিৎসকের ইন্টার্নশিপ ৬ মাসের জন্য সাময়িক বাতিল করা হয়েছে তারা রউফ সরকার ও তার ৬ আত্মীয়কে মারধর ও অপমান-অপদস্ত কান্ডের সাথে সরাসরি জড়িত। এরা হলেন- ডা: নুরজাহান বিনতে নাজ, ডা: মো: আশিকুজ্জামান আসিফ, ডা: মো: কুতুব উদ্দিন ও ডা: এম এ আল মামুন । শাস্তির ৬ মাস অতিক্রান্তের পর ডা: নাজকে দিনাজপুর মেডিক্যালে, ডা: আসিফকে ফরিদপুরে, ডা: কুতুবকে যশোর মেডিক্যালে এবং ডা: মামুনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে তাদের ইন্টর্নশিপ শেষ করতে হবে ।
মন্ত্রণালয় সূত্রে জানা যায়, মিডিয়ায় বিশেষভাবে দৈনিক ইনকিলাবে ব্যাপকভাবে এই খবরটি প্রচারিত হলে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের দৃষ্টি আকর্ষণ করলে তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাবিবুর রহমানের নেতৃত্বে একটি তদন্ত টিম গঠন করে দেন। তদন্ত কমিটি দ্রুতই তাদের তদন্ত শেষ করে রিপোর্ট জমা দিলে সংশ্লিষ্ট দফতর ওই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে। তবে এ সংক্রান্ত আদেশের ডকুমেন্ট গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এই রিপোর্ট লেখার সময় পর্যন্ত
বগুড়া শজিমেকে পৌঁছেনি বলে জানিয়েছেন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ আহসান। পাশাপশি একই ঘটনায় বগুড়া শজিমেকের উপ পরিচালক ডা: নির্মলেন্দু চৌধুরীর নেতৃত্বে গঠিত তদন্ত কমিটির রিপোর্ট বুধবার জমা দেয়ার দিন ধার্য থাকলেও এই কমিটি রিপোর্ট দাখিল করেনি। কারণ হিসেবে ডা: নির্মলেন্দু জানিয়েছেন, ২৬ ফেব্রুয়ারি বগুড়ার সান্তাহারে প্রধানমন্ত্রীর জনসভার কর্মসূচি থাকায় তদন্ত কাজ পরিচালনায় বিঘ্ন হয়েছে । তাই েিরপার্ট তৈরির জন্য আরও এক সপ্তাহ সময় বাড়ানো হয়েছে ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্যবস্থা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ