Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হংকংয়ে বাংলাদেশি ব্যবসায়ী চেম্বার

| প্রকাশের সময় : ৩ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

কর্পোরেট ডেস্ক : হংকংয়ে বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-হংকংয়ের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে। নতুন এ চেম্বার গঠনের ফলে উভয় দেশের বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি পাবে এবং নতুন ব্যবসা বাণিজ্যের দ্বার উন্মোচিত হবে। আশা করা হচ্ছে, বাংলাদেশের বিনিয়োগ বান্ধবপরিবেশ, বিনিয়োগনীতি, সুলভ মূল্যে দক্ষ শ্রমিকের কারণে হংকং ও চীনের বিনিয়োগকারীগণ বাংলাদেশে বিনিয়োগ করতে আকৃষ্ট হবেন। এ উপলক্ষে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ উদ্বেধনী অনুষ্ঠান এবং হংকং ও চীনের ব্যবসায়ী, বিনিয়োগকারী ও কোম্পানির মালিকদের সাথে ব্যবসা ও বিনিয়োগ সংক্রান্ত মতবিনিময় সভায় যোগ দিতে হংকং-এর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, হংকং-এ অবস্থানকালে বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির কার্যক্রম হংকং এর উদ্বাধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন তিনি। এছাড়া হংকং ও চীনের ব্যবসায়ী, বিভিন্ন কোম্পানির মালিক এবং বিনিয়োগকারীদের সঙ্গে মতবিনিময় সভায় যোগদান দান ছাড়াও হংকং-এ বাংলাদেশ কমিউনিটিদের সভায় অংশ নেবেন তোফায়েল আহমেদ। এ সময় হংকং-এর সেক্রেটারি অফ কমার্স এন্ড ইকোনমিক ডেভেলপমেন্টসহ হংকং, ম্যাকাও এবং চীনের দুইশতাধিক বিনিয়োগকারী ও ব্যবসায়ী উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশি

৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ