Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাম্পের ভাষণ বাস্তবতাবর্জিত

| প্রকাশের সময় : ৩ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

কংগ্রেসকে ঐক্যবদ্ধ করার কোনো পরিকল্পনা নেই প্রেসিডেন্টের : ডেমোক্র্যাটদের সমালোচনা
ইনকিলাব ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম কংগ্রেস ভাষণে একতার বার্তা দিলেও শীর্ষ ডেমোক্র্যাট নেতারা মনে করেন বাস্তবে তা করে দেখাতে ব্যর্থ হয়েছেন তিনি। ডেমোক্র্যাট নেতারা দাবি করেছেন, কংগ্রেসকে ঐক্যবদ্ধ করার কোনও পরিকল্পনা নেই ট্রাম্পের। এমনকি ট্রাম্প একবারও ডেমোক্র্যাট নেতাদের সঙ্গে আলোচনা করেননি। গত বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। ডেমোক্র্যাটিক পার্টির সিনেট নেতা চাক শুমার বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের এমন কোনও পরিকল্পনা নেই এবং তিনি কখনও আমাদের সঙ্গে বসতে চাননি। চাক শুমার জানান, ডেমোক্র্যাটরা প্রেসিডেন্টকে দেশটির অবকাঠামো উন্নয়নে একটি পরিকল্পনা পাঠিয়েছে। তিনি বলেন, প্রেসিডেন্সিয়াল ভাষণ হিসেবে এর আগে কখনও এতোটা বাস্তবতা বিচ্ছিন্ন ছিল না। হাউস অব রিপ্রেজেন্টেটিভসে ডেমোক্র্যাট নেতা ন্যান্সি পেলোসি বলেন, তাদের শুধু বাগাড়ম্বর রয়েছে। আইন প্রনয়নের ক্ষেত্রে আমাদের অংশগ্রহণের কোনও বাস্তবতা নেই। ডেমোক্র্যাটরা ট্রাম্পের ভাষণে নিজেদের অসন্তুষ্টি প্রকাশ করলেও রিপাবলিকান শিবির বেশ খুশি। হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি শেন স্পাইসার ভাষণকে ট্রাম্পের জন্য বিরাট রাত হিসেবে আখ্যায়িত করেছেন। আর ট্রাম্প নিজে টুইটারে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। মঙ্গলবার রাতে মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে দেওয়া ভাষণে ট্রাম্প বলেন, আমি যুক্তরাষ্ট্রকে প্রতিনিধিত্ব করি, বিশ্বকে নয়। তাই যুক্তরাষ্ট্র নিয়েই আমাকে ভাবতে হয়। ভাষণে তিনি বলেন, অনথিভুক্ত অভিবাসীদের আগমন ঠেকিয়ে দক্ষ অভিবাসী নিলে যুক্তরাষ্ট্রের জীবন যাত্রার মানের উন্নয়ন হবে। ট্রাম্প বলেন,  আমরা যদি মার্কিন নাগরিকদের ভালোর কথা চিন্তা করি তবে রিপাবলিকান ও ডেমোক্রেটদের একসঙ্গে কাজ করতে হবে। এতে করে বিগত কয়েক দশক ধরে চলা সঙ্কটের সমাধান হবে। ভাষণে ট্রাম্প পূর্বসুরীদের ধারাবাহিকতা ভেঙে সরাসরি ইসলামি জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলেছেন। তিনি যুক্তরাষ্ট্রের মুসলিম মিত্র দেশগুলোকে নিয়ে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেন। বলেন, ইসলামী জঙ্গিবাদের কবল থেকে আমেরিকাকে বাঁচাতে আমরা দৃঢ় এবং কঠোর পদক্ষেপ ঘোষণা করছি। মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)-কে পৃথিবীর সবথেকে বড় শত্রুউল্লেখ করে তাদের নির্মূল করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। ট্রাম্প বলেন,  যুক্তরাষ্ট্রে বিভিন্ন মতার্দশের মানুষ বসবাস করলেও আমরা যেকোনও ধরনের খারাপ ও হিংসাত্মক পরিস্থিতিকে মোকাবেলা করার সময় এক হয়ে যাই। সন্ত্রাসীদের বিরুদ্ধে তার সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরে তিনি বলেন, ইসলামি মৌলবাদী সন্ত্রাসবাদ দেশ থেকে বিতাড়িত করা হবে। যারা আমাদের ক্ষতি করবে তাদের আমরা বের করে দেব, আমাদের জাতির সুরক্ষার জন্য আমরা নতুন পদক্ষেপ নেব। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাম্পের


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ