Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোর্স পরিবর্তন ও দ্বিতীয় মেধা তালিকা আজ

| প্রকাশের সময় : ১ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) ভর্তিকৃত শিক্ষার্থীদের কোর্স পরিবর্তন ও ২য় মেধা তালিকা প্রকাশ করা হবে আজ। গতকাল (মঙ্গলবার) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রকাশিত ফল এসএমএসের মাধ্যমে বিকেল ৪ টা থেকে যেকোন মোবাইল মেসেজ অপশনে গিয়ে (nu<space>atdg<space>roll হড় লিখে ১৬২২২ নম্বরে সেন্ড করলে ফল জানা যাবে এবং রাত ৯টা থেকে ওয়েবসাইটে www.admissions.nu.edu.bd nu.edu.bd/admissions এ ফল পাওয়া যাবে। অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল ভর্তির প্রাথমিক আবেদন ফরম পূরণের সময় বৃদ্ধি করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে ১মবর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল ভর্তি কার্যক্রমে যে সকল প্রার্থী প্রথম পর্যায়ে প্রাথমিক আবেদন করেনি, সে সকল প্রার্থী ২৮ ফেব্রুয়ারি বিকাল ৪টা থেকে ৪ মার্চ রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয়


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ