Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাতুরুসিংহেকেই ভয় হেরাথের!

| প্রকাশের সময় : ১ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : সাঙ্গাকারা, মাহেলা, দিলশান অবসর পরবর্তী দলে ইনজুরির কারণে নেই অ্যাঞ্জেলো ম্যাথুউজ। অভিজ্ঞতার বিচারে বাংলাদেশের টেস্ট দলকে শ্রীলংকার চেয়ে এগিয়ে রাখছেন তাই বাংলাদেশের কোচিং স্টাফ। স্বয়ং বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিমও এবারের শ্রীলংকা সফরকে বাংলাদেশ দলের জন্য সেরা সুযোগ মনে করছেন। শ্রীলংকার টেস্ট অধিনায়ক রঙ্গনা হেরাথও টেস্টে সাম্প্রতিক ফর্ম বিবেচনায় শ্রীলংকা সফররত বাংলাদেশ দলকে সেরা দল বলে গণ্য করতে দ্বিধা করেননি। গতকাল একটি ওয়েবসাইটকে দেয়া সাক্ষাৎকারে বাংলাদেশের প্রশংসাই করেছেন হেরাথ ‘শ্রীলঙ্কা সফরে এর আগে বাংলাদেশের যে দলগুলো এসেছে, তার মধ্যে এটাই সেরা দল। ক’মাস আগে টেস্টে ইংল্যান্ডকে হারিয়েছে। দলটি উন্নতি করেছে সন্দেহ নেই। তাদের ব্যাটিং লাইন আপ বেশ অভিজ্ঞ।’
এই সফরে শ্রীলংকাকে যে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে, তা মনে করছেন লংকান টেস্ট অধিনায়ক ‘আমাদের কাজটি সহজ হবে না। অনেক পরিশ্রম করতে হবে। বড় ধরনের চ্যালেঞ্জ অপেক্ষা করছে।’ হোমে অস্ট্রেলিয়াকে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশের সুমধুর স্মৃতি থেকে টনিক নিতে চান হেরাথ ‘অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করেছিলাম আমরা, সেই আত্মবিশ্বাস আমাদের পুঁজি। সেই অস্ট্রেলিয়া দলই ভারতকে বড় ব্যবধানে হারিয়েছে। বাংলাদেশের বিপক্ষে চ্যালেঞ্জের আগে সেই সিরিজটি আত্মবিশ্বাসী করে তুলবে আমাদের।’
বাংলাদেশ ক্রিকেট দলের কোচিং স্টাফে লংকানদের সমাবেশ। হেড কোচ হাতুরুসিংহে ছিলেন এক সময়ে শ্রীলংকা দলের দায়িত্বে, বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শক সামারাবীরা শ্রীলংকার লিজেন্ডারী টেস্ট ব্যাটসম্যানদের কাতারে পড়েন। বাংলাদেশ দলের ফিটনেস এবং কন্ডিশনিং কোচ মারিও ভিল্লাভারায়ান ৩ বছর আগেও ছিলেন শ্রীলংকা দলের সঙ্গে যুক্ত। স্বাগতিক শ্রীলংকার বর্তমান দলের ক্রিকেটারদের সবার আদ্যোপান্ত এই তিন জনের ভালোই জানা, শ্রীলংকার কন্ডিশন সম্পর্কেও ধারণা আছে তাদের বিস্তর। শ্রীলংকাকে বেকায়দায় ফেলতে পারেন বাংলাদেশের লংকান এই কোচিং স্টাফ, এটাই শঙ্কায় ফেলে দিয়েছে হেরাথকেÑ ‘ওদের দলে এত বেশি শ্রীলঙ্কান আছে যে, আমাদের দল ও খেলা নিয়ে তারা ভালো ধারণা রাখেন। ও এজন্যই সিরিজটি আমাদের জন্য চ্যালেঞ্জিং। অন্য কোচদের চেয়ে আমাদের সম্পর্কে ওদের ধারণা একটু বেশি।’
হাতুরুসিংহের নেতৃত্বে শ্রীলংকার ঘরোয়া ক্রিকেট খেলেছেন হেরাথ। সেই হাতুরুসিংহেই এখন প্রতিপক্ষ দলের থিংক ট্যাংক। নিজের এই মেন্টর যখন প্রতিপক্ষ দলের কোচ, তখন তাকে নিয়েই বেশি সাবধানী হেরাথ ‘তিনি লম্বা সময় ধরে মুরস ক্লাবকে নেতৃত্ব দিয়েছেন। বেশ ক’ বছর আমি তার নেতৃত্বে খেলেছি। সুনিপুণভাবে কাজ করেন। খুঁটিনাটি সব দিকে মনোযোগ রাখেন। তিনি খেলাটা নিয়ে যেভাবে ভাবেন, তা আমাকে অনেক সাহায্য করেছে। বাংলাদেশ দলের কোচিং স্টাফে যে তিনজন আছেন, তাদের মধ্যে বাংলাদেশ দলকে নিয়ে বেশি কাজ করছেন তিনিই।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হেরাথের
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ