Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সম্মানী বন্ধক রেখে আবাসন ঋণ পাবেন মুক্তিযোদ্ধারা

প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ড. আতিউর রহমান জানিয়েছেন, মুক্তিযোদ্ধারা প্রতি মাসে যে সম্মানী পান তা বন্ধক রেখে আবাসনের জন্য সহজ শর্তে ঋণ পাবেন। গতকাল শনিবার বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে একটি অনুষ্ঠানে গভর্নর এ কথা জানান। মুক্তিযুদ্ধকালীন সাবসেক্টর অধিনায়ক এ এস এম সামছুল আরেফিনের গবেষণার ৪০ বছর ও ৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ রিসার্চ অ্যান্ড পাবলিকেশন্স এই অনুষ্ঠানের আয়োজন করে।
আতিউর রহমান বলেন, মুক্তিযোদ্ধারা জাতির সূর্য সন্তান। আজকে দেখা যাচ্ছে অনেক মুক্তিযোদ্ধা থাকার জায়গা নেই। এখনও অনেক মুক্তিযোদ্ধা অন্যের বাড়িতে শ্রমিক হিসেবে কাজ করেন। গর্ভনর বলেন, মুক্তিযোদ্ধাদের সম্মান দেখাতে সবাইকে এগিয়ে আসা উচিত। মুক্তিযোদ্ধাদের সম্মান দিতে বাংলাদেশ ব্যাংক নানা পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, আগামীতে সব ব্যাংকের জন্য একটি প্রজ্ঞাপন জারি করা হবে, যাতে মুক্তিযোদ্ধারা যে সম্মানী পান তা বন্ধক রেখে যেন সহজ শর্তে ঋণ পেতে পারেন। তা দিয়ে তিনি ছোট্ট একটি আবাসন গড়ে তুলতে পারেন। অনুষ্ঠানে অ্যামেরিটাস প্রফেসর ড. আনিসুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, কথাসাহিত্যিক সেলিনা রহমান, সাংবাদিক আবেদ খান, আব্দুল ওয়াদুদ দারা এমপি, পঙ্কজ নাথ এমপি প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সম্মানী বন্ধক রেখে আবাসন ঋণ পাবেন মুক্তিযোদ্ধারা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ