Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দৈনন্দিন জীবনে ইসলাম

| প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

প্র:- জামাআত সহীহ হওয়ার জন্যে কি কি শর্ত?
উ:- ইমাম মুসলমান, বালেগ ও বুদ্ধিমান হতে হবে।
মুক্তাদী নামাযের নিয়্যতের সাথে সাথে এই নিয়্যতও করবে যে, ‘আমি এই ইমামের পিছনে অমুক নামায পড়ছি’।
ইমাম ও মুক্তাদী উভয়ের অবস্থান এক হওয়া। দু’জনের মধ্যে রাস্তা, নদী বা বড় কোন ব্যবধান না থাকা।
ইমাম ও মুক্তাদীর একই নামায হওয়া।
ইমামের নামায সহীহ হওয়া।
মুকতাদী ইমামের পিছনে দাঁড়াবে।
ইমামের উঠাবসা রুক‚-সিজদাহ ইত্যাদি সম্পর্কে মুক্তাদী অবগত থাকা।
কিরাআত ছাড়া অন্যসব কাজে ইমামের সঙ্গে মুক্তাদীর শরীক থাকা।
প্র:- কারো বাড়ীতে জামাআত হলে, সে জামাআতে ইমামতির জন্যে কে অগ্রগণ্য?
উ:- বাড়ীর মালিক যোগ্য হলে সে-ই অগ্রগণ্য। অন্যথায় সে যাকে ভালো মনে করবে, তাকে ইমামতির জন্য পাঠাতে পারে।
প্র:- নামাযের মধ্যে সূরা কিরাত কোন্ তারতীবে পড়া উচিত?
উ:- কোরআন শরীফে যে তারতীবে বর্ণিত আছে, সে তারতীবে পড়তে হবে। ইচ্ছাকৃতভাবে তারতীবের উল্টা করে সূরা পড়া মাকরূহ।
-মুফতী ওয়ালীয়ুর রহমান খান



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ