Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

নাসিরনগরে হিন্দু বাড়ি দখল প্রতিপক্ষের হামলায় আহত ৬

| প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : গতকাল রবিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদরে হিন্দু বাড়ি দখল নিয়ে প্রতিপক্ষের হামলায় ২ নারীসহ ৬ জন আহত হয়েছে। পুলিশ অর্ধঘন্টা চেষ্টা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, উপজেলা সদরের নির্বাহী কর্মকর্তার অফিস সংলগ্ন স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্যা পুতুল রানী দাসের বাড়ির একাংশ (প্রায় ৮ শতাংশ) জায়গা দীর্ঘ ৩০ বছর ধরে জবর দখল করে রেখেছে প্রভাবশালী সুজিত ও তার সাঙ্গপাঙ্গরা। সম্প্রতি আদালত জায়গাটি পুতুল রানী দাসের পক্ষে রায় হয়। রবিবার জায়গা উদ্ধার করতে গেলে সুজিত ও তার দলবল হামলা চালায়। এসময় ১৪/১৫ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল ধারালো অস্ত্র নিয়ে হামলা চালালে ৬ জন আহত হয়। আহতরা হল রাজিব কুমার দাস (২৭), পুতুল রানী দাস (৫৫), শেফালী দাস (৫০), নিরঞ্জন কুমার দাস (৪০)। অন্য দুইজন সামান্য আঘাত পেয়েছে। আহতরা স্থানীয় স্বাস্থ্য কেন্দ্র থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। পুলিশ জানায়,জায়গার মালিক জায়গা উদ্ধার করতে গেলে সুজিত ও তার লোকজন ব্যাপক মারধর করে। পরে পুলিশ ধাওয়া করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ