Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএসইসি’র চেয়ারম্যানের সাথে ডিএসই’র নব-নির্বাচিত চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

| প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

গতকাল ২৬ ফেব্রুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জ লিঃ এর নব-নির্বাচিত চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল হাসেমের নেতৃত্বে ডিএসই’র নতুন পরিচালনা পর্ষদ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এর চেয়ারম্যান অধ্যাপক ড. এম খায়রুল হোসেনের সাথে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন। এসময় উপস্থিত ছিলেন বিএসইসি’র কমিশনার অধ্যাপক মোঃ হেলাল উদ্দিন নিজামী, মোঃ আমজাদ হোসেন, মোঃ এ. সালাম শিকদার এবং অধ্যাপক ড. স্বপন কুমার বালা, এফসিএমএসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। বিএসইসি’র চেয়ারম্যান ড. এম. খায়রুল হোসেন ডিএসই’র নব-গঠিত পরিচালনা পর্ষদকে স্বাগত জানিয়ে বলেন, ডিএসই’র নতুন চেয়ারম্যান পুঁজিবাজার বিষয়ে দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন এক ব্যক্তিত্ব। তার গতিশীল নেতৃত্বে বর্তমান পুঁজিবাজারের প্রতি বিনিয়োগকারীদের যে আস্থা সৃষ্টি হয়েছে তা আরো টেকসই হবে এবং পুঁজিবাজার আরও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। ডিএসই’র পুরনো পরিচালকদের সাথে নতুন পরিচালকদের সংমিশ্রণ এবং সাবেক চেয়ারম্যানের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পুঁজিবাজারের সামনে যে সব চ্যালেঞ্জ রয়েছে তা মোকাবেলা করে বাজারকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন। পরে ডিএসই’র পক্ষ থেকে ২০১৭-১৮ অর্থবছরের বাজেটকে সামনে রেখে এবং পুঁজিবাজার উন্নয়নকল্পে এক্সচেঞ্জগুলোর শতভাগ কর অবকাশ সুবিধা, ক্লিয়ারিং কোম্পানি গঠনে শতভাগ মালিকানা, বুক বিল্ডিং সিস্টেমের সংশোধন, ট্রেডিং-এর সময় বৃদ্ধিকরণ, স্বল্প মূলধনীদ্বারা যোগ্য বিনিয়োগকারী প্রস্তাব আইন ২০১৬ সংশোধন, ডিএসই’র ওটিসি মার্কেটের উন্নয়ন, পৃথক সিডিএস গঠন, সিকিউরিটিজ ক্রয়/বিক্রয় অর্ডারে গ্রাহকের স্বাক্ষর, গ্রাহককে ব্রোকারের ক্রেডিট সুবিধা প্রদান ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন ডিএসই’র পরিচালক বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া, মিসেস মনোয়ারা হাকিম আলী, ওয়ালিউল ইসলাম, অধ্যাপক ড. এম. কায়কোবাদ, ব্রিগ্রে. জে. আবুল মনসুর মোঃ আশরাফ খান, অধ্যাপক ড. মোঃ মাসুদুর রহমান, মোঃ রকিবুর রহমান, মোঃ শাকিল রিজভী, মোহাম্মদ শাহজাহান, খাজা গোলাম রসূল, ডিএসই’র প্রধান রেগুলেটরী কর্মকর্তা এ. কে. এম. জিয়াউল হাসান খান, এফসিএ এবং কোম্পানি সচিব মোহাম্মদ আসাদুর রহমান, এফসিএস। -প্রেস বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাক্ষাৎ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ