পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
সিঙ্গার বাংলাদেশ লিমিটেড এর ২০১৬ সালের ফলাফল গতকাল ঘোষণা করা হয়েছে। বিগত ১২ মাসে সিঙ্গারের বিক্রয় ছিল ৯ বিলিয়ন টাকার বেশী যা ২০১৫ সালের তুলনায় ৩০.৩% বেশী। আলোচ্য বছরে গ্রস মুনাফা ৪০.৭% এ উন্নীত হয়েছে। এ সময়ে গ্রস প্রফিট মার্জিন বিগত বছরের তুলনায় ২৬.৭% হতে ২৮.৮% এ উন্নীত হয়েছে। ২০১৬ সালে কর পরবর্তী মুনাফা ছিল ৫৪৬.৩ মিলিয়ন টাকা যা ২০১৫ সালের তুলনায় ৪৮.২% বেশী এবং শেয়ার প্রতি আয় বৃদ্ধি পেয়ে ৭.১ টাকা হয়েছে। সেই সাথে সম্পত্তির পুনঃমূল্যায়নের ফলে অর্জিত মুনাফা (এধরহ) ছিল ১৭১.৯ মিলিয়ন টাকা। উচ্চ মুনাফা প্রদানের দীর্ঘ ধারাবাহিকতায় ২০১৬ সালের জন্য ৭০% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য বছরে সিঙ্গার রেফ্রিজারেটর, প্যানেল টেলিভিশন, এয়ার কন্ডিশনার এবং ফার্নিচার উৎপাদনের সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। তাছাড়া ২০১৭ সালে উৎপাদন ক্ষমতা ব্যাপকভাবে বৃদ্ধির পরিকল্পনা রয়েছে যা আগামিতেও অব্যাহত থাকবে। এছাড়া সিঙ্গার রেফ্রিজারেটরে ব্যবহৃত হচ্ছে আধুনিক জ৬০০ধ গ্যাস যা বাংলাদেশের প্রচলিত অধিকাংশ রেফ্রিজারেটরে তুলনায় বিদ্যুৎ খরচ ৫০% পর্যন্ত হ্রাস করে। বাংলাদেশে প্রচলিত অন্যান্য রেফ্রিজারেটারে ব্যবহৃত হয় জ১৩৪ধ গ্যাস। সেকেলে জ১৩৪ধ গ্যাসের ব্যবহার বর্তমানে আন্তর্জাতিকভাবে হ্রাস পাচ্ছে, ফলে এ সকল রেফ্রিজারেটারে বিক্রয়োত্তর সেবা পাওয়া কঠিন ও ব্যয় বহুল হয়ে যাবে। -প্রেস বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।