Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গ্রন্থমেলায় মাহবুবা চৌধুরীর দুই বই

| প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : মাহবুবা চৌধুরী। বিশিষ্ট সংবাদ পাঠিকা, খ্যাতিমান উপস্থাপিকা, টেলিভিশন পর্দার উজ্জ্বল মুখ ও দৈনিক মানবজমিনের সম্পাদক। এসব পরিচয়ের বাইরেও তার হৃদয় ভুবন আলোকিত হয়ে আছে সাহিত্য শিল্পে। মাহবুবা চৌধুরীর লেখনী মানেই দ্যুতিময় কাব্যময়তা। শব্দ আর বাক্যবিন্যাসে নিপুণ কারুকাজ তৈরি করে দারুণ ছন্দ। যেমন ছড়ার গাঁথুনি, তেমনই ছোটদের জন্য গল্প কিংবা কিশোর উপন্যাসের প্লট সাজানোতে তার সযতন পরশ মন্ত্রমুগ্ধের মতো আচ্ছন্ন করে পাঠক হৃদয়কে। বিশেষ করে শিশু পাঠকদের কাছে খুব প্রিয় মাহবুবা চৌধুরী। কারণ, তিনি শিশুদের মন, মনন আর চিন্তাচেতনা ঘিরে সাহিত্য সৃষ্টির এক সুদক্ষ কারিগর। এবারের গ্রন্থমেলার জন্য রচিত তার বই দু’টির একটি হলো শব্দশিল্প থেকে প্রকাশিত কিশোর উপন্যাস ‘দোতনা আর ছোট মামা জাপান দেখে এলো’ এবং অন্যটি মিজান পাবলিশার্স থেকে প্রকাশিতব্য ছড়ার বই ‘কান নিয়েছে চিলে’। এর মধ্যে ‘দোতনা আর ছোট মামা জাপান দেখে এলো’ মাহবুবা চৌধুরীর এক দুর্দান্ত সৃষ্টি। বিশেষ করে পথে কুড়িয়ে পাওয়া বিড়াল তুতুকে নিয়ে নানা ঘটনা, নৌকায় করে সাইনপুকুর বেড়াতে যাওয়ার গল্প এবং জাপানে দোতনা ও ছোট মামার ঘুরে বেড়ানোর মধ্য দিয়ে সেখানকার বিভিন্ন শহর এবং সেসবের দর্শনীয় নানা স্থান, ঐতিহ্যের বর্ণনা দারুণ লেগেছে। এসবের বর্ণনায় লেখক এতটাই দক্ষতার পরিচয় দিয়েছেন যে, পড়তে পড়তেই পাঠক কল্পনায় ওইসব জায়গায় উড়ে যাবেন মুহ‚র্তে। দোতনার ছোট মামার এক বন্ধু টাকা আত্মসাৎ করে কঠিন শাস্তি পাওয়ার উপ-গল্পের মধ্য দিয়ে লেখক চমৎকার একটি মেসেজ দিয়েছেন উপন্যাসের একাংশে। বইটি পাওয়া যাচ্ছে গ্রন্থমেলায় শব্দশিল্পের ২১০ ও ২১১ নং স্টলে। এদিকে অচিরেই প্রকাশ হতে যাওয়া ‘কান নিয়েছে চিলে’ বইটিতে ঠাঁই পেয়েছে ৩৬টি ছড়া। ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে রচিত প্রতিটি ছড়াতেই ফুটে উঠেছে শিশু মনের ভালোলাগার প্রতিচ্ছবি। যা শিশুদের পাশাপাশি বিভিন্ন বয়সের পাঠক হৃদয়কেও নাড়া দেবে দারুণভাবে। বইটি পাওয়া যাবে গ্রন্থমেলায় মিজান পাবলিশার্সের ৩৯০, ৩৯১ ও ৩৯২ নং স্টলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বই

৭ ফেব্রুয়ারি, ২০২৩
৪ ফেব্রুয়ারি, ২০২৩
৩ ফেব্রুয়ারি, ২০২৩
১ ফেব্রুয়ারি, ২০২৩
১ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ