প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক : রোমান্টিক গল্প নিয়ে নির্মিত হচ্ছে টেলিফিল্ম ‘হৃদয় দর্পণে তুমি’। সম্প্রতি মালয়েশিয়ার বিভিন্ন লোকেশনে এর শুটিং হয়েছে। মমর রুবেলের রচনায় ও মনির হোসেন জীবনের পরিচালনায় ‘হৃদয় দর্পণে তুমি’তে অভিনয় করেছেন অরিন, অঞ্জলী সাথী, পরান, তানিয়া রিতু, বাবুল আহমেদ, লিটন রেবেকা প্রমুখ। চিত্রগ্রহণে ছিলেন সোহেল তালুকদার। মনির হোসেন জীবন বলেন, টেলিফিল্মটির ৮০ ভাগ দৃশ্যধারণ করেছি মালয়েশিয়ার বিভিন্ন লোকেশনে। বাকি অংশের শুটিং করব ঢাকাতে। আমি আশাবাদী ‘হৃদয়ে দর্পণে তুমি’ দেখে দর্শকের হৃদয় স্পর্শ করবে। এর গল্পে দেখা যাবে, শুভ নামের এক ছেলেকে পছন্দ করে এমি। শুভর সাথে বিয়ের ব্যাপারে এমির বাবা কথাও বলতে চান। এর মধ্যে হঠাৎ করেই শুভ উধাও। এমি খোঁজ নিয়ে জানতে পারে শুভ পালিয়ে মালয়েশিয়া চলে গেছে। শিগগিরই একটি বেসরকারি চ্যানেলে এটি প্রচার হবে বলে পরিচালক জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।