Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

বইমেলায় সাড়া ফেলেছে রিজভীর ভালোবাসার অবাক চোখ

| প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : এবারের একুশে গ্রন্থমেলার দ্বিতীয় সপ্তাহে প্রকাশিত হয়েছিল লেখক-সাংবাদিক-অভিনেতা রেজাউর রহমান রিজভীর প্রথম কাব্যগ্রন্থ ‘ভালোবাসার অবাক চোখ’। আলোকবর্তিকা প্রকাশনী থেকে প্রকাশিত এই বইটি এরই মাঝে পাঠকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। এ প্রসঙ্গে আলোকবর্তিকা প্রকাশনীর সত্ত্বাধিকারী মাহমুদ সালেহীন খান জানান, তার প্রকাশনীর সর্বোচ্চ বিক্রিত বইয়ের তালিকায় ‘ভালোবাসার অবাক চোখ’ শীর্ষে রয়েছে। বইটির পরিবেশক দোয়েল প্রকাশনীর সত্ত্বাধিকারী তাপস কর্মকার জানান, বইটির বেচাবিক্রি ভালো হচ্ছে। পাঠকদের কাছে বইটির বেশ চাহিদা রয়েছে। একারণে আমরা ইতিমধ্যে দোয়েল প্রকাশনীর সামনে লেখকের একটি প্রতিরূপ রেখেছি যাতে পাঠকরা সহজে প্রিয় লেখকের বইটি কোন স্টলে রয়েছে তা খুঁজে নিতে পারেন। রিজভী বলেন, ‘ভালোবাসার অবাক চোখ’ আমার প্রথম বই। আর প্রথম বইয়েই পাঠকদের এতটা সাড়া পাব সেটা ভাবিনি। পাঠকদের এই অনুপ্রেরণায় আগামীতে আরো বই প্রকাশ করার ইচ্ছা রয়েছে। ‘ভালোবাসার অবাক চোখ’ বইতে ৩৯টি কবিতা রয়েছে। অপূর্ব খন্দকারের প্রচ্ছদে বইটির বিক্রয় মূল্য ৯০ টাকা। আর বইটি পাওয়া যাচ্ছে একুশে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে দোয়েল প্রকাশনীর ৩২৮ নং স্টলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বইমেলা

৭ ফেব্রুয়ারি, ২০২৩
৪ ফেব্রুয়ারি, ২০২৩
৩ ফেব্রুয়ারি, ২০২৩
১ ফেব্রুয়ারি, ২০২৩
১ ফেব্রুয়ারি, ২০২৩
৩১ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ