মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদে শিয়া মুসলিমদের একটি মসজিদে ইসলামিক স্টেটের (আইএস) জোড়া আত্মঘাতী বোমা হামলায় অন্ততপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। এই বোমা হামলায় আহত হয়েছেন অনেকে। মসজিদের ভেতরেই প্রথম আত্মঘাতী হামলাকারী নিজের দেহের সঙ্গে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটায়। এই ঘটনার পর নিরাপত্তা বাহিনীর সদস্যরা সেখানে জড়ো হলে দ্বিতীয় আত্মঘাতী হামলাকারীও বোমার বিস্ফোরণ ঘটান। আইএস গোষ্ঠী রাসূল আল-আজম মসজিদে এই দুটি আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে। নিহতদের মধ্যে অন্ততপক্ষে তিনজন নিরাপত্তা বাহিনীর সদস্য। পুলিশের একটি সূত্র বলেন, দুই আত্মঘাতী বোমা হামলাকারী শুয়ালা জেলায় রাসূল আল-আজম মসজিদের সামনে নিজেদের উড়িয়ে দেয়। ইরাকে শিয়া সম্প্রদায়ের মসজিদগুলোকে লক্ষ্য করে আইএস ধারাবাহিকভাবে প্রাণঘাতী হামলা চালিয়ে যাচ্ছে। বিবিসি, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।