বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সরকার আদম আলী, নরসিংদী থেকে : নরসিংদীর আলোকবালীর চরে ৩ ভাই-বোনকে গলা টিপে ও ঘাড় মটকে হত্যার আত্মস্বীকৃত আসামি রুবেলকে ৫ দিনের রিমান্ডে নিয়েছে নরসিংদী থানা পুলিশ। গত বৃহস্পতিবার নরসিংদী থানা পুলিশ তাকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করার পর আদালত গত শনিবার রিমান্ড আবেদনের শুনানির তারিখ ধার্য করেন। নির্ধারিত তারিখ অনুযায়ী গতকাল শনিবার দুপুরে পুলিশের রিমান্ড আবেদনের উপর শুনানি হয়। শুনানি শেষে বিজ্ঞ আদালত তাকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে ভয়াবহ হত্যাকান্ডের দীর্ঘ ৫ দিনেও পুলিশ হত্যাকান্ডের প্রকৃত মুটিভ উদ্ধার করতে পারেনি। কি কারণে আপন ৩ ভাই বোনকে গলা টিপে নির্মমভাবে হত্যা করেছে তার কারণ জানতে পারেনি। রুবেলকে আটক করার পর সে গ্রামবাসীর নিকট অকপটেই হত্যাকান্ডের দায় স্বীকার করেছে। পুলিশের কাছে সোপর্দ করার পরও সে হত্যাকান্ডের কথা স্বীকার করেছে। বার বার হত্যাকান্ডের দায় স্বীকার করলেও কি কারণে হত্যা করেছে তা সে বলতে চাইছে না। তবে তার বড় ভাই মুফতি আতিকুল্লাহকে কুপিয়ে আহত করার কারণ হিসেবে বলেছে যে সে নাকি বিয়ের বউ দেখার জন্য যেতে বলেছিল। কিন্তু সে (রুবেল) যেতে রাজি হয়নি। কেন যেতে রাজি হয়নি তাও সে বলছে না। আর হত্যাকান্ডের দিন তার স্ত্রী কেন বাাড়তে ছিল না তাও সে বলছে না। সচেতন লোকজন বলছে তার ছোট তিন ভাই বোনকে এক এক করে গলাটিপে ও ঘাড় মটকে হত্যা করার ঘটনা এবং তার বড় ভাইকে মারাত্মকভাবে কুপিয়ে আহত করার ঘটনা একই সূত্রে গাঁথা। পর পর ৩ ভাই-বোনকে হত্যা করার পর একই উদ্দেশ্যে সে তার বড় ভাই আতিকুল্লাহকে মায়ের অসুস্থতার কথা বলে বাড়িতে ডেকে আনে। পথিমধ্যে পূর্ব পরিকল্পনা অনুযায়ী রেখে দেয়া দা নিয়ে তার ভাইকে মারাত্মকভাবে কুপিয়ে যখম করে। সেদিন যদি তার বড় ভাই মারা যেত তবে হত্যাকান্ডের সংখ্যা দাঁড়াত ৪টি। কিন্তু ভাগ্যবশত বড় ভাই মুফতি আতিকুল্লা আহত অবস্থায় প্রাণে বেঁচে গেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।