গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
স্টাফ রিপোর্টার : কোন ঘরোয়া অনুষ্ঠান করতে পূর্ব অনুমতির প্রয়োজন হয়, তা আগে কখনো শুনিনি। আজকের এ ঘটনায় প্রমাণ করে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে। গতকাল শনিবার সকালে গুলশান-১ এর স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে সীমান্ত হত্যা রাষ্ট্রের দায় শীর্ষক এক সেমিনারে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান প্রবন্ধ উপস্থাপন করতে গেলে পুলিশ এসে বাধা দেয়। পূর্ব অনুমতি না থাকার অজুহাতে পুলিশ অনুষ্ঠান বন্ধ করে দিলে মাহমুদুর রহমান এ কথা বলেন। এ সেমিনারের আয়োজক ছিল ‘গণতান্ত্রিক আন্দোলন’ নামের একটি সংগঠন। এতে উপস্থাপক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কলামিস্ট ফরহাদ মজহার। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনের কথা ছিল আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের।
গতকাল শনিবার সকাল ১০টায় গুলশান-১ এর স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে ‘সীমান্ত হত্যা রাষ্ট্রের দায়’ শীর্ষক পূর্ব নির্ধারিত এ সেমিনারটি শুরু হয়। দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান প্রবন্ধ উপস্থান শুরু করেন। এর একটু পরেই গুলশান থানার পুলিশের এক কর্মকর্তা সেমিনার কক্ষে প্রবেশ করে মাহমুদুর রহমানকে প্রবন্ধ উপস্থাপন করতে বাধা দেন। এসময় তিনি বলেন, পূর্ব অনুমতি ছাড়া কূটনৈতিক এলাকায় এ ধরনের সেমিনার করা যাবে না। তাই এখানে এ সেমিনার করতে দেয়া হবে না। পুলিশের বাধার কারণে সেমিনার বন্ধ হয়ে যায়। এরপর সংক্ষিপ্ত বক্তব্যে মাহমুদুর রহমান বলেন, আজকের ঘটনা প্রমাণ করে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে। কারণ কোন ঘরোয়া অনুষ্ঠানে পূর্ব অনুমতির প্রয়োজন হয় তা কখনো শুনিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।