Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘নাচ বালিয়ে’র জাজ সোনাক্ষি সিনহা

| প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ধারণা করা হচ্ছে নাচভিত্তিক জনপ্রিয় রিয়েলিটি শো ‘নাচ বালিয়ে’র অষ্টম মৌসুমে বিচারকের আসনে বসবেন বলিউডের অভিনেত্রী সোনাক্ষি সিনহা। তিনি এর আগে ২০১৫তে ‘ইন্ডিয়ান আইডল জুনিয়র’ রিয়েলিটি শোতে বিচারকের দায়িত্ব পালন করেছেন। সোনাক্ষি বর্তমানে রিমেক চলচ্চিত্র ‘ইত্তেফাক’-এর শুটিং নিয়ে ব্যস্ত আছেন।
একটি সাময়িকী জানিয়েছেন সোনাক্ষি ‘নাচ বালিয়ে’র প্রস্তাবে আগ্রহ প্রকাশ করেছেন। কয়েকদিনের মধ্যে তার চুক্তিবদ্ধ হবার কথা। সূত্র বলেছে, “তাকে জানান হয়েছে মার্চ থেকে তাকে ২৬ পর্বের জন্য শুটিং শুরু করতে হবে। এজন্য তাকে সুনীল সিপ্পির ‘নুর’ চলচ্চিত্রের প্রচার কার্যক্রম আর অভয় চোপড়ার ‘ইত্তেফাক’ ফিল্মটির শুটিংয়ের সঙ্গে মিলিয়ে সময় বের করতে হবে।”
১৯৬৯ সালে মুক্তি পাওয়া মার্ডার-মিস্ট্রি ফিল্ম ‘ইত্তেফাক’-এর শুটিং গত সপ্তাহে শুরু হয়েছে। অভিনেতা শাহরুখ খান চলচ্চিত্রটির সহ-প্রযোজক।
‘নাচ বালিয়ে’র অষ্টম মৌসুম শুরু হবে মার্চ মাসে। সোনাক্ষি ছাড়াও গতবারের জাজ প্রীতি জিনতার স্থলাভিষিক্ত হবার ব্যাপারে পরিণীতি চোপড়ার নামও শোনা যাচ্ছে। স্টার প্লাসের রিয়েলিটি শোটি উপস্থাপনা করবেন করণ সিং গ্রোভার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নাচ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ