Inqilab Logo

রোববার ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১, ৩০ রবিউস সানী ১৪৪৬ হিজরি

নাচোলে সার ব্যবসায়ীকে অর্থদণ্ড

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০২২, ২:০২ পিএম

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জনৈক সার ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন।

সোমবার ২৯ আগস্ট সকাল ৮টার দিকে উপজেলা সার মনিটরিং কমিটির নেতৃত্বে অভিযান পরিচালনা করে মোবাইল কোর্টের মাধ্যমে উপজেলার ১নং কসবা ইউপির সোনাইচন্ডী বাজারের সার ও বালাইনাশক ব্যবসায়ী হাবিবুল্লাহকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ওই ব্যবসায়ীর বিরুদ্ধে অবৈধভাবে ১হাজার বস্তা ডিএপি সার মজুদ ও অতিরিক্ত মূল্যে বিক্রয়েব অভিযোগে এ দণ্ড প্রদানের পাশাপাশি মজুদকৃত সালের গুদামটি শীলগালা করা হয়।
পরবর্তীতে সরকার নির্ধারিত মূল্যে কৃষকের মাঝে বিতরণ করা হবে বলে উপজেলা সারবীজ কমিটির পক্ষ থেকে বলা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা বুলবুল আহমেদ ও স্থানীয়রা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ