Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

দৈনন্দিন জীবনে ইসলাম

| প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

প্র:- যদি কোন মহল্লাতে দুটি মসজিদ থাকে, তবে কোন্টিতে নামায পড়া উত্তম হবে?
উ:- যে মসজিদটি নিজ বাসস্থানের কাছে অথবা যেটি প্রাচীন।
প্র:- পাঁচ ওয়াক্ত নামাযে জামাআতের গুরুত্ব কতটুকু?
উ:- জামাআত পড়া সুন্নতে মুআক্কাদাহ। বিনা কারণে জামাআত ত্যাগ করলে গোনাগার হতে হবে।
প্র:- কি কি কারণে জামাআত ত্যাগ করা যায়?
উ:- ১. অসুস্থতা। ২. বৃষ্টি এবং রাস্তায় কাদা জমা। ৩. প্রচন্ড শীত। ৪. তীব্র অন্ধকার। ৫. রাতে ঝড় আসলে। ৬. চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের আশংকা। ৭. অসুস্থ ব্যক্তির সেবায় নিয়োজিত থাকলে। ৮. ক্ষুধার সময় খানা হাজির হলে। ৯. ফিক্হের মাসআলাহ নিয়ে আলোচনারত থাকলে। ১০. বার্ধক্যজনিত দুর্বলতা ও অসুস্থতা। ১১. ঘুম, অজ্ঞানতা ও ভুলে যাওয়া। ১২. মসজিদে যাওয়ার পথে শত্রæর সম্মুখীন হওয়ার আশংকা। ১৩. পেশাব-পায়খানার বেগ বেশি হলে। ১৪. সফরে রওনার সময় সঙ্গী-সাথী বা যানবাহন ফেল করার আশংকা থাকলে।
প্র:- জুমা এবং দুই ঈদের নামাযে জামাআতের গুরুত্ব কতটুকু?
উ:- জামাআত হওয়া শর্ত। জামাআত ছাড়া এসব নামায আদায় হবে না। (গায়াতুল আওতার)
প্র:- কারো বাড়ীতে জামাআত হলে, সে জামাআতে ইমামতির জন্যে কে অগ্রগণ্য?
উ:- বাড়ীর মালিক যোগ্য হলে সে-ই অগ্রগণ্য। অন্যথায় সে যাকে ভালো মনে করবে, তাকে ইমামতির জন্য পাঠাতে পারে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ