Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

শ্রীপুরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর : আহত ৪

| প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

শ্রীপুর উপজেলা সংবাদদাতা : গাজীপুরের শ্রীপুরে জমির সীমানা বিরোধের জের ধরে প্রভাবশালীরা ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও নগদ টাকাসহ মালামাল লুটপাট করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এসএসসি পরীক্ষার্থী ও মহিলাসহ চারজন আহত হয়েছে। আহতদেরকে শ্রীপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল (শুক্রবার) সকালে উপজেলার বরমী ইউনিয়নের বালিয়াপাড়া গ্রামের রিটন মিয়ার ব্যবসা প্রতিষ্ঠানে এ ভাঙচুরের ঘটনা ঘটে।
জানা গেছে, বালিয়াপাড়া গ্রামের আব্দুল কাদিরের পুত্র মো. রিটন মিয়া একই এলাকার ইয়াকুব আলীর সঙ্গে দীর্ঘদিন যাবত জমির সীমানা নিয়ে বিরোধ চলছিল। জমির সীমানা নিয়ে শুক্রবার সকালে কথাকাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষ ইয়াকুব আলীর সহযোগী শরিফ, ফরহাদ, সুজন, সেলিম, মুক্তারসহ অজ্ঞাত নামা কয়েকজন রিটনের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে দোকান ভাঙচুর করে নগদ টাকাসহ মালামাল লুটপাট করে নিয়ে যায়। এ সময় দোকানের মালিক রিটন মিয়া, এসএসসি পরীক্ষার্থী ছেলে নাইম, ভাই ছফির উদ্দিন ও ভাবী রমিজা খাতুন বাধা দিতে গেলে এলোপাথারী মারপিটে তারা আহত হয়। এ ব্যাপারে আহত ব্যবসায়ী রিটন মিয়া বাদি হয়ে শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ