Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাগতিয়া দরবার যুবকদের সত্য গ্রহণের শিক্ষা দেয় অধ্যক্ষ ছৈয়্যদ মুনির উল্লাহ্

| প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

কাগতিয়া সংবাদদাতা : কাগতিয়া দরবারের পীর আল্লামা অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মুহাম্মদ মুনির উল্লাহ্ বলেছেন, সর্বজন শ্রদ্ধেয় আধ্যাত্মিক ব্যক্তিত্ব হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম (রাহ:)’র প্রতিষ্ঠিত কাগতিয়া দরবার মুসলমানদেরকে বিশেষত যুবকদেরকে জীবনের প্রতিটি ক্ষেত্রে মিথ্যাকে বর্জন এবং সত্য ও সুন্দরকে গ্রহণের শিক্ষা দিয়ে যাচ্ছে। আর এ লক্ষ্যে এ দরবার ও মুনিরীয়া যুব তবলীগ কমিটি ব্যতিক্রমধর্মী নানান আধ্যাত্মিক কর্মসূচি নিয়ে বিশ্বব্যাপী কাজ করে যাচ্ছে।
তিনি গতকাল (শুক্রবার) চট্টগ্রাম মোহরায় কাপ্তাই রাস্তার মাথা সিডিএ গার্লস স্কুল অ্যান্ড কলেজ ময়দানে এশায়াত মাহফিলে হাজারো নবীপ্রেমিক মুসলমানের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
তিনি আরও বলেন, ইসলাম সত্য, সুন্দর ও কল্যাণের জীবন ব্যবস্থা। দ্বীন ইসলামের এ আবেদনকে সুদৃঢ় করতে হলে মুসলমানদেরকে অবশ্যই কুরআন-সুন্নাহ্র পূর্ণ অনুসারী হতে হবে। যুব সমাজকে ইসলামি সংস্কৃতি, পোষাক পরিচ্ছেদ ও মূল্যবোধে জাগ্রত করতে হবে।
ঈদে মিলাদুন্নবী (দঃ), ফাতেহায়ে এয়াজদাহুম এবং খলিলুল্লাহ আওলাদে মোস্তফা খলিফায়ে রাসূল হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম (রহ:) এর স্মরণে আয়োজিত এ মাহফিলের আয়োজন করে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ১৩৮ নং মোহরা শাখা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. আবুল মনছুর এর সভাপতিত্বে মাহফিলে বিশেষ অতিথি ছিলেন মোহরা ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দীন চৌধুরী, চট্টগ্রাম সিটি কর্পোরেশন ৫নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ মোহাম্মদ আজম, ৪নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দীন খালেদ।
অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন কাগতিয়া এশাতুল উলুম কামিল এম. এ. মাদরাসার মুহাদ্দিস আল্লামা মুহাম্মদ আশেকুর রহমান,আল্লামা মুহাম্মদ সেকান্দর আলী, আল্লামা মুহাম্মদ শাহজাহান নোমান ও মাওলানা মুহাম্মদ ফোরকান প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাগতিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ