Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উত্তরা ইপিজেড কেন্দ্র করে উত্তরাঞ্চলে উন্নয়নের ঢেউ লেগেছে : পররাষ্ট্রমন্ত্রী

| প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, “উত্তরা ইপিজেডকে কেন্দ্র করে উত্তরাঞ্চলে উন্নয়নের ঢেউ লেগেছে। পিছিয়ে পড়া এ অঞ্চলে বেড়েছে কর্মচাঞ্চল্য, মানুষের জীবনযাত্রার মান দুর্বারগতিতে উন্নত পর্যায়ে যাচ্ছে।” ভিজিট বাংলাদেশ প্রোগ্রামের আওতায় পররাষ্ট্রমন্ত্রীর সাথে ইউরোপীয় ইউনিয়নের মান্যবর রাষ্ট্রদূতসহ ইউরোপের আরো চারটি দেশের রাষ্ট্রদূতগণ উত্তরাঞ্চলের দিনাজপুর, নীলফামারী ও পঞ্চগড় জেলা সফরের শুরুতেই তিনি গতকাল উত্তরা ইপিজেড পরিদর্শন কালে এ কথা বলেন।
ইউরোপীয় ইউনিয়নের মান্যবর রাষ্ট্রদূত পিয়েরে মায়ুদোন বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা করে বলেন, “বাংলাদেশ অচিরেই মধ্যম আয়ের দেশে পরিণত হবে। ইপিজেডে এটাই আমার প্রথম সফর, তবে শ্রমিক কল্যাণ সংঘের মাধ্যমে ইপিজেডের শ্রমিকদের অধিকার সংরক্ষণের বিষয়ে আমি অবগত আছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উত্তরা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ