পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীর উত্তরার বিমানবন্দর সড়কে গতকাল দুপুরে কয়েকটি বাসে তল্লাশি চালিয়েছে পুলশ। এ সময় দেড় শতাধিক ব্যক্তিকে আটক করা হয়। স্থানীয় সূত্র জানায়, বিএনপির সমাবেশে যোগ দিতে গাজীপুর থেকে বাসে করে নয়াপল্টনে যাচ্ছিলেন তাঁরা। বাসগুলো উত্তরা এলাকায় এলে তাঁদের আটক করে বিমানবন্দর ও উত্তরা পূর্ব থানা– পুলিশ। পরে তাঁদের থানায় নিয়ে যাওয়া হয়।
পুলিশের দাবি, নিয়মিত তল্লাশির অংশ হিসেবে কয়েকটি বাসে অভিযান চালানো হয়েছে। সন্দেহভাজন হিসেবে তাঁদের আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তবে বিমানবন্দর থানা সূত্র জানায়, জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাদের নির্দেশে এ অভিযান চালানো হয়েছে। অভিযানের সময় ৪০ জনকে আটক করা হয়েছে।
এদিকে বাসে অভিযান চালিয়ে ৯০ জনকে আটক করেছে উত্তরা পূর্ব থানা পুলিশ। জিজ্ঞাসাবাদ করে অনেককে ছেড়ে দেওয়া হয়েছে। উত্তরা বিভাগের উপকমিশনার মোরশেদ আলম বলেন, এটা পুলিশের নিয়মিত তল্লাশির অংশ। কাউকে আটক করা হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, আটকের বিষয়টি তাঁর জানা নেই।
তবে বাসে অভিযানের সময় অনেককে আটক করার কথা স্বীকার করেছেন পুলিশের বিমানবন্দর অঞ্চলের সহকারী কমিশনার সাইফুল ইসলাম। তিনি বলেন, সন্দেহভাজন হিসেবে অনেককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যারা কোনো অপরাধের সঙ্গে জড়িত নয়, তাদের ছেড়ে দেওয়া হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।