Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাটোরে ফিড কোম্পানির কারখানায় অগ্নিকান্ড

| প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

নাটোর জেলা সংবাদদাতা : নাটোরের বনপাড়া মালিপাড়া এলাকায় আফতাব ফিড্ কোম্পানির একটি কারখানায় অগ্নিকান্ডে বিভিন্ন মালামালসহ কাঁচামাল পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় সাড়ে ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে কারখানা মালিক দাবি করেছেন। কারখানার শিফ্ট ইনচার্জ মোখলেছুর রহমান জানান, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া মালিপাড়া এলাকার মুরগী ও মাছের খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান আফতাব ফিড কোম্পানির কারখানার কন্ট্রোল রুমের কাছ থেকে হঠাৎ করেই আগুনের সূত্রপাত হয়। সেখানে থাকা মালামাল প্যাকিং করার জন্য রাখা চটের বস্তায় আগুন লেগে মুহূর্তের মধ্যে তা পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিস ও দয়ারামপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট গিয়ে প্রায় সাড়ে ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এতে কারখানার গুদামে থাকা প্রস্তুতকৃত মালামাল ও ফ্যাক্টরির কাঁচামালসহ প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে কারখানা কর্তৃপক্ষ দাবি করেছেন। নাটোর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রইস উদ্দিন জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে কন্ট্রোল বোর্ডের বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ের করা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অগ্নিকান্ড


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ