Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হজ ২০১৭ পরিপালনে সোনালী ব্যাংক-মার্কেন্টাইল ব্যাংক সমঝোতা স্মারক

| প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

সোনালী ব্যাংক লিমিটেড ও মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড-এর মধ্যে সম্প্রতি হজ-২০১৭ এর প্রাক-নিবন্ধন ফি ও অন্যান্য চার্জ আদায় সংক্রান্ত একটি সমঝোতা স্মারক সম্পাদিত হয়। সোনালী ব্যাংকের মহাব্যবস্থাপক ও সিএফও সুভাষ চন্দ্র দাস এবং মার্কেন্টাইল ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও আন্তর্জাতিক বিভাগের প্রধান শামীম আহম্মদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উক্ত সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সমঝোতা স্মারকের আওতায় সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় ২০১৭ সালে পবিত্র হজে গমনেচ্ছু সম্মানিত হজযাত্রীগণ মার্কেন্টাইল ব্যাংকের সকল শাখায় অনলাইনের মাধ্যমে প্রাক-নিবন্ধন ও অন্যান্য চার্জ পরিশোধ করতে পারবেন। উল্লেখ্য, সোনালী ব্যাংক লিমিটেড পবিত্র হজের প্রাক-নিবন্ধন ও অন্যান্য চার্জ আদায়ের লক্ষ্যে ধর্মবিষয়ক মন্ত্রণালয় কর্তৃক মনোনীত লীড ব্যাংক হিসেবে দায়িত্ব পালন করবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের ডিএমডি সরদার নূরুল আমীন, ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আবুল হাসান, মার্কেন্টাইল ব্যাংকের এফএভিপি তপন জেমস রোজারিও, বিজনেস অটোমেশন লিঃ-এর পরিচালক শোয়েব আহমেদ মাসুদসহ অন্যান্য আরও ২৪টি ব্যাংকের কর্মকর্তাবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হজ

২৮ ফেব্রুয়ারি, ২০২৩
১৫ ফেব্রুয়ারি, ২০২৩
১৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ