পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসাবে ঢাকা মহানগরীর পক্ষ থেকে একটি মুসলিম দেশের ইসলামী ঐতিহ্য রক্ষায় সুপ্রীম কোর্ট প্রাঙ্গণ থেকে গ্রীক দেবীর মূর্তি অপসারণের দাবীতে আজ শুক্রবার বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়েছে। এ কর্মসূচি সফল করতে সকল ঈমানদার মুসলমানদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
চট্টগ্রামে সমাবেশ ও মিছিল
চট্টগ্রাম ব্যুরো : সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে গ্রিক দেবীর মূর্তি স্থাপনের প্রতিবাদে এবং অবিলম্বে তা অপসারণের দাবিতে হেফাজতে ইসলাম চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে আজ বাদজুমা নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদের উত্তর গেইট চত্বরে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। সমাবেশ সফল করার লক্ষে গতকাল (বৃহস্পতিবার) বাদ জোহর এক প্রস্তুতি সভা মাওলানা লোকমান হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন মাওলানা ইসহাক নুর, মাওলানা মঈনুদ্দীন রুহী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা হাজী মুজাম্মেল হক, মাওলানা কারী মুবিনুল হক, মাওলানা হাফেজ ফয়সাল, মাওলানা শেখ আবু তাহের, মাওলানা আনম আহমদুল্লাহ, মাওলানা ইউনুস, মাওলানা ইকবাল খলিল, মাওলানা জুনাইদ জওহর, মাওলানা মুফতি ইমরান খলিল, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা ওসমান কাসেমী প্রমুখ। উক্ত সমাবেশ সফল করার জন্য সর্বস্তরের ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতার প্রতি আহ্বান জানিয়েছেন হেফাজত নেতৃবৃন্দ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।