Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছুটি কাটিয়ে আজ থেকে অনুশীলন

| প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : হায়দারাবাদ টেস্ট শেষে দেশে ফিরে খুব বেশি সময় হাতে পায়নি ক্রিকেটাররা। কেউবা খেলেছেন বিসিএলে, সাকিব, তামীম,মাহামুদুল্লাহ খেলছেন পাকিস্তান সুপার লিগ ( পিএসএল) ,মুশফিক, তাসকিনরা আছেন বিশ্রামে। আগামী ২৭ মার্চ শ্রীলংকার উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাওয়ার প্রাক্কালে মাত্র ৩ দিনের অনুশীলনের সুযোগ পাবে বাংলাদেশ ক্রিকেটাররা। আজ থেকে শুরু হবে এই অনুশীলন। গত ২১ ফেব্রæয়ারি ঘোষিত হয়েছে শ্রীলংকা সফরের ২ ম্যাচের টেস্ট সিরিজের দল, ঘোষিত হয়েছে শ্রীলঙ্কা সফরের টিম ম্যানেজারের নাম। ঢাকা হয়ে দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাবেন বলে গতকাল রাতেই ঢাকায় ফেরার কথা কোচ চন্ডিকা হাথুরুসিংহে সহ অন্যসব কোচিং স্টাফ, ফিজিও এবং ট্রেনাররা। আজ সকাল ১০টা থেকে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হবে অনুশীলন। সকালে সাড়ে ৯টায় খেলোয়াড়রা রিপোর্ট করবেন ট্রেনার মারিও ভিল্লাভারায়নের কাছে। টাইগারদের কন্ডিশনিং ক্যাম্প পরিচালনা করবেন তিনিই। একই সঙ্গে চলবে স্কিল ট্রেনিংও। এ তথ্য দিয়েছেন বাংলাদেশ দলের টিম ম্যানেজার খালেদ মেহমুদ সুজনÑ‘মারিও ভিল্লাভারায়নের অধীনে কন্ডিশনিং দিয়ে অনুশীলন শুরু হবে। তারপর স্কিল নিয়ে কাজ। প্রধান কোচ অবশ্যই থাকবেন। ওয়ালশের মনে হয় একটু দেরি হবে। বাকি সবাই চলে আসবে।’
এদিকে, আনুষ্ঠানিক অনুশীলন না থাকলেও গতকাল মিরপুর স্টেডিয়ামের একাডেমি ভবনে ব্যক্তিগত ভাবে জিম করেছেন অনুশীলন টেস্ট ও ওয়ানডে দলের দুই অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এবং মুশফিকুর রহীম। এছাড়া ইনডোরে ব্যাটিং অনুশীলনও করেছেন মুশফিক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ছুটি

৯ জুলাই, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ