বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সাতক্ষীরা জেলা সংবাদদাতা : সাতক্ষীরায় চেক জালিয়াতির মামলায় আসামি আবদুর রউফ গাজী নামের এক ব্যক্তিকে এক বছরের সাজা ও ২০ লাখ টাকা জরিমানা করেছেন আদালত। গত সোমবার বিকেলে সাতক্ষীরার যুগ্ম জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. মোখলেছুর রহমান এ সাজা প্রদান করেন। সাজাপ্রাপ্ত ব্যক্তি হলেন আশাশুনি উপজেলার বড়দল গ্রামের মৃত জেহের গাজীর ছেলে আবদুর রউফ গাজী। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শাহেদ আহমেদ মঙ্গলবার জানান, আশাশুনি উপজেলার চাপড়া বাউশালী গ্রামের আবদুল হান্নানকে বিদেশ পাঠানোর নাম করে ২০১৫ সালের ২০ নভেম্বর ২০ লাখ টাকা গ্রহণ করেন আসামি আবদুর রউফ গাজী। এক পর্যায়ে তিনি আবদুল হান্নানকে বিদেশ পাঠাতে না পারায় ২০১৬ সালের প্রথম দিকে এক শালিস বৈঠকে আসামি অবদুর রউফ গাজী আবদুল হান্নানকে ২০ লাখ টাকার রূপালী ব্যাংক বুধহাটা শাখার একটি চেক প্রদান করেন। চেকটি ২০১৬ সালের ২৫ জানুয়ারি ব্যাংকে প্রদান করলে টাকা না থাকায় ব্যাংক কর্মকর্তারা চেকটি ডিজ-অনার করেন। এরপর অবদুুল হান্নান বাদী হয়ে সাতক্ষীরা যুগ্ম জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতে এনআই অ্যাক্টের ১৩৮ ধারা মোতাবেক একটি মামলা করেন। মামলা নম্বর সেশন-২৯৭/১৬।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।