বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চৌদ্দগ্রাম উপজেলা সংবাদদাতা : কুমিল্লার চৌদ্দগ্রামে শহীদ মিনারে ছবি তোলাকে কেন্দ্র করে গতকাল (মঙ্গলবার) সকালে দুই গ্রুপের সংঘর্ষে মাইন উদ্দিন (২৪) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছে। সে উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের মেষতলী গ্রামের পেয়ার আহম্মদের পুত্র। এ ঘটনায় আহত হয়েছে খোরশেদ আলম নামের আরেক যুবক। এর মধ্যে গুলিবিদ্ধ মাইন উদ্দিনকে চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লার হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে মুন্সিরহাট বাজারস্থ তাহেরা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে ফুল দেয়ার ছবি তোলাকে কেন্দ্র করে ফয়সাল ও খোরশেদের কর্মীদের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে ফয়সাল তার সাথে থাকা পিস্তল বের করে কয়েক রাউন্ড গুলি করলে মাইন উদ্দিন ডান পায়ের ঊরুতে গুলিবিদ্ধ হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।