বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : গতকাল মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ইছাপুরা গ্রামে পাওনা টাকাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৪০ জন আহত হয়েছে। ১৫ জন ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এলাকাবাসি ও পুলিশ সূত্রে জানা যায়, চাতলপাড় ইউনিয়নের ইছাপুরা গ্রামে মৃত ইদ্রিস মেম্বারের গোষ্ঠীর দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। টাকা দেনা-পাওনাকে কেন্দ্র করে সম্প্রতি বিরোধ চরম আকার ধারণ করে। টাকা নিয়ে বিরোধ মেটাতে গ্রামের সর্দার-মাতাব্বরা মঙ্গলবার সকালে নিজেদের মধ্যে আলোচনায় বসেন। এরই মধ্যে একিন আলীর লোকজন ও আক্কাছ আলীর লোকজনের কথা কাটাকাটি হয়। এর জের ধরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সশস্ত্র সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় দুই ঘন্টাব্যাপি এ সংঘর্ষ চলাকালে উভয়পক্ষই দেশীয় অস্ত্রশস্ত্র ব্যবহার করে। এতে আহতদের মধ্যে সাদ্দাম হোসেন (৩৫) সোহেল মিয়া (৩৩), মঞ্জু মিয়া (২৭) শরীফ মিয়া (৩২), নুরুল ইসলাম (৩৪), সাইফুল ইসলাম(৪৩), এনায়েত মিয়া (৩০)সহ প্রায় ১৫ জন জেলা সদর হাসপাতালে ভর্তি হন। নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু জাফর জানান, পাওনা টাকা নিয়ে বিরোধে এ গোষ্ঠীর দু’টি পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়। তবে এখন পর্যন্ত কোন পক্ষই মামলা দায়ের করেনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।