বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চাঁদপুর জেলা সংবাদদাতা : চাঁদপুরে (ফ্লোর পরিষ্কার করার) ঝাড়–র মাথায় জাতীয় পতাকা লাগানোর অপরাধে এক ব্যবসায়ী প্রতিষ্ঠাকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত অভিযান চলে। এ সময় শহরের কুমিল্লা রোডের লতা-পাতা ফ্যাশনকে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিষেক দাস।
জানা যায়, বাংলাদেশ পতাকা বিধিমালা ১৯৭২ সংশোধিত বিধি মোতাবেক জাতীয় পতাকা অবমাননা করায় ঐ প্রতিষ্ঠানটির ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিষেক দাস জানায়, জাতীয় পতাকা অবমাননাকারী কাউকে ছাড় দেয়া হবে না। জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এছাড়া শহরের কালিবাড়ি মোড়, হকার্স মার্কেট, নতুন বাজার, ছায়াবানি রোড, কুমিল্লা রোডসহ শহরের বিভিন্ন স্থানে জাতীয় পতাকা নিয়ম অনুযায়ী সঠিকভাবে লাগানো হয়েছে কি না তাও পরিদর্শন করে ভ্রাম্যমাণ আদালত।
এ সময় চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শরীফ চৌধুরী, সাবেক সভাপতি বি এম হান্নানসহ মডেল থানা পুলিশ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।