Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফরিদপুরে পাউবোর ছত্রছায়ায় নদী ভরাট করে ইটভাটা নির্মাণ

| প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ফরিদপুর জেলা সংবাদদাতা : ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার বোয়ালমারী পৌরসভা সীমান্তবর্তী এলাকা ময়না ইউনিয়নের ঠাকুরপুরে চন্দনা-বারাশিয়া নদী দখল ও ভরাট করে ইটভাটা নির্মাণ করেছেন প্রভাবশালী নেতা ও সাবেক বোয়ালমারী পৌরসভার মেয়র শুকুর শেখ। ২০১১-১২ থেকে ২০১৪ অর্থ বছরে ৬০ কোটি টাকা ব্যয় করে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে এ মরা নদীটিকে খনন করেছিলেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য আব্দুর রহমান। এলাকা ঘুরে জানা যায়, ৬০ কোটি টাকা ব্যয়ে নদী খননের কাজ হয়েছে গড়ে ৩০ ভাগ। এ বিষয়ে এলাকাবাসী জানান, নদী খনন আমাদের কোনো কাজেই আসে নাই। পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতির কারণে ৬০ কোটি টাকাই অপচয় হয়েছে। ইটভাটা সংলগ্ন একটি খেলার মাঠও ছিলো। ওই মাঠটিও দখল করে নিয়েছে ওই ইটভাটা মালিক। ছোট ছোট ছেলে মেয়েরা বিকেল হলে খেলার মাঠ খুঁজে পায় না। এলাকার একাধিক ব্যক্তি জানান, পানি উন্নয়ন বোর্ডের একাধিক কর্মকর্তার সহযোগিতায় শুকুর শেখ, রাজ ব্রিকস্ নামে এই ইটভাটা নির্মাণ করেছেন। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের শশাংক কুমার বিশ্বাস জানান, নদীটি আমি যোগদান করার পূর্বেই দখল করে ইটভাটা নির্মাণ করেছেন। বর্তমানে ওই অবস্থাতেই আছে ইটভাটা আছে। এ বিষয়ে ইটভাটার মালিক শুকুর শেখ জানান, আমি পানি উন্নয়ন বোর্ডের কোনো নদী দখল করিনি। আমি আমার জমিতেই ইটভাটা নির্মাণ করেছি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফরিদপুর

১১ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ