পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
ফরিদপুর জেলা সংবাদদাতা : ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার বোয়ালমারী পৌরসভা সীমান্তবর্তী এলাকা ময়না ইউনিয়নের ঠাকুরপুরে চন্দনা-বারাশিয়া নদী দখল ও ভরাট করে ইটভাটা নির্মাণ করেছেন প্রভাবশালী নেতা ও সাবেক বোয়ালমারী পৌরসভার মেয়র শুকুর শেখ। ২০১১-১২ থেকে ২০১৪ অর্থ বছরে ৬০ কোটি টাকা ব্যয় করে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে এ মরা নদীটিকে খনন করেছিলেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য আব্দুর রহমান। এলাকা ঘুরে জানা যায়, ৬০ কোটি টাকা ব্যয়ে নদী খননের কাজ হয়েছে গড়ে ৩০ ভাগ। এ বিষয়ে এলাকাবাসী জানান, নদী খনন আমাদের কোনো কাজেই আসে নাই। পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতির কারণে ৬০ কোটি টাকাই অপচয় হয়েছে। ইটভাটা সংলগ্ন একটি খেলার মাঠও ছিলো। ওই মাঠটিও দখল করে নিয়েছে ওই ইটভাটা মালিক। ছোট ছোট ছেলে মেয়েরা বিকেল হলে খেলার মাঠ খুঁজে পায় না। এলাকার একাধিক ব্যক্তি জানান, পানি উন্নয়ন বোর্ডের একাধিক কর্মকর্তার সহযোগিতায় শুকুর শেখ, রাজ ব্রিকস্ নামে এই ইটভাটা নির্মাণ করেছেন। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের শশাংক কুমার বিশ্বাস জানান, নদীটি আমি যোগদান করার পূর্বেই দখল করে ইটভাটা নির্মাণ করেছেন। বর্তমানে ওই অবস্থাতেই আছে ইটভাটা আছে। এ বিষয়ে ইটভাটার মালিক শুকুর শেখ জানান, আমি পানি উন্নয়ন বোর্ডের কোনো নদী দখল করিনি। আমি আমার জমিতেই ইটভাটা নির্মাণ করেছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।