Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জুভেন্টাসকে ঘিরে হিগুয়েনের স্বপ্ন

| প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : দুই দশকের বেশি সময় পেরিয়ে গেছে জুভেন্টাসের শেষ ইউরোপ শ্রেষ্টত্বের মুকুট পরার। দীর্ঘদিনের খরা এবার ঘুঁচবে বলে বিশ্বাস দলটির তারকা স্ট্রাইকার গঞ্জালো হিগুয়েনের। সবশেষ ১৯৯৫-৯৬ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জেতা জুভেন্টাস এবার শেষ ষোলোতে লড়বে পোর্তোর সঙ্গে। আজ প্রথম লেগে বাংলাদেশ সময় রাত পৌনে দুইটায় প্রতিপক্ষের মাঠে খেলতে নামবে সেরি আ চ্যাম্পিয়নরা। অপর ম্যাচে লেস্টারের মুখোমুখি সেভিয়া। তার আগে গতকাল তুরিনের দৈনিক লা স্তাম্পাকে আর্জেন্টাইন তারকা বলেন, ‘আমরা চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারি, কিন্তু আমাদের শান্ত থাকতে হবে। আমি জানি, আমরা শক্তিশালী একটি দল এবং আমরা শেষ পর্যন্ত যেতে পারব। পোর্তোর মাঠে অ্যাওয়ে ম্যাচ থেকেই আমাদের এই অভিযান শুরু করতে হবে।’
২০১৪-১৫ মৌসুমে ইউরোপীয় ক্লাব ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতাটির ফাইনাল খেলেছিল জুভেন্টাস। সেবার বার্লিনে শিরোপার চুড়ান্ত লড়াইয়ে বার্সেলোনার কাছে ৩-১ গোলে হেরে যায় সেরি আর সবচেয়ে সফল দলটি।
ক্যারিয়ারে এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার স্বাদ পাননি হিগুয়েন। ২০১৩ সালের আগস্টে রিয়াল মাদ্রিদ ছেড়ে নাপোলিতে চলে আসেন তিনি। আর ওই মৌসুমেই লা লিগার দলটিকে দশম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতান কার্লো আনচেলত্তি। দুবারের ইউরোপ সেরা জুভেন্টাসের চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা খরা দূর করার পাশাপাশি নিজের অর্জনের ভান্ডারেও প্রথম সর্বোচ্চ সাফল্য যোগ করতে আশাবাদী হিগুয়েন। গত জুলাইয়ে প্রায় ৯ কোটি ইউরোতে নাপোলি ছেড়ে জুভেন্টাসে নাম লেখান হিগুয়েন। ২৯ বছর বয়সী এই খেলোয়াড়ের মত, আসছে ৩ জুন কার্ডিফে (চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল) জয় পাওয়ার যোগ্যতা তার দলের আছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্বপ্ন

৩০ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ