Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্থানান্তরে ব্যর্থ ট্যানারীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি

প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ৩০ মার্চের মধ্যে স্থানান্তরে ব্যর্থ ট্যানারীর বিরুদ্ধে আইনানুগ নেয়ার দাবি পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)। তাদের মতে, ট্যানারী শিল্প সাভারস্থ চামড়া শিল্প নগরীতে স্থানান্তরের ক্ষেত্রে শিল্প মালিক ও সরকারের মধ্যে প্রথম থেকেই বিভিন্ন সময়ে নানা টানাপোড়েন চলছে এবং দফায় সময় বৃদ্ধি করা হয়েছে। পরিদর্শনে দেখা যায় যে ৪ দশমিক শতকরা ৫ ভাগ ট্যানারী এখনও কিছুই করেনি। গতকাল বৃহস্পতিবার ১১টায় পবা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উক্ত দাবী জানানো হয়। পবার চেয়ারম্যান আবু নাসের খানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে সরেজমিন পরিদর্শন প্রতিবেদনের আলোকে মূল বক্তব্য তুলে ধরেন পবার নির্বাহী সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ আবদুস সোবহান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মডার্ণ ক্লাবের সভাপতি আবুল হাসনাত, গ্রীণ মাইন্ড সোসাইটির সভাপতি আমির হাসান, পবার সমন্বয়কারী আতিক মোরশেদ, সহ-সম্পাদক মো: সেলিম প্রমুখ। তাদের মতে, জরিপ, পর্যবেক্ষণে দেখা যায় যে, ১৫৫টি ট্যানারী শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে মাত্র ১টি প্রতিষ্ঠানে ৫ম তলার ছাদ ঢালাই হয়েছে, ৩টি প্রতিষ্ঠানে ৪র্থ তলার কাজ চলছে। ১১টি প্রতিষ্ঠানে ৩য় তলার কাজ চলছে; ১৬টি প্রতিষ্ঠানের ২য় তলার কাজ চলছে; ৩৩টি প্রতিষ্ঠানের ১ম তলার ছাদ ঢালাই হয়েছে; ১৫টি প্রতিষ্ঠানের ১ম তলার ছাদ ঢালাইয়ের প্রস্তুতি চলছে; ৬৯টি প্রতিষ্ঠানের পাইলিং সম্পন্ন বা চলছে, বেইজ ঢালাই হয়েছে বা হচ্ছে, গ্রেটভীম ঢালাই হয়েছে বা হচ্ছে, কলামের ঢালাই হয়েছে বা হচ্ছে; ৭টি প্রতিষ্ঠান কর্তৃক কোন কার্যক্রম গ্রহণ করা হয়নি। ২৩টি প্রতিষ্ঠান ড্রাম স্থাপন করেছে বা স্থাপনের জন্য ফাউন্ডেশনের কাজ করছে। ২টি প্রতিষ্ঠান বিদ্যুৎ সাবস্টেশন নির্মাণ করেছে। ১টিতে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে। শিল্প প্রতিষ্ঠানসমূহের স্থানান্তর কার্যক্রম যে গতিতে চলছে তাতে ৩০ মার্চ-এর মধ্যে ২০% ট্যানারীতে ড্রাম স্থাপন সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এগুলোর বেশিরভাগই বিদ্যুৎ সাবস্টেশন নির্মাণ শুরু না করায় বিদ্যুৎ সংযোগের অভাবে চালু করা সম্ভব হবে না।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্থানান্তরে ব্যর্থ ট্যানারীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ