নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : শেষ হলো ঢাকা আন্তঃবিভাগ বক্সিং প্রতিযোগিতা। দু’দিনব্যাপী আসরে তের জেলার বক্সাররা অংশগ্রহণ করেন। এ প্রতিযোগিতায় পুরুষদের সাতটি ওজন শ্রেণি থেকে ১২ জন এবং মহিলাদের পাঁচটি ওজন শ্রেণি থেকে পাঁচজনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে। পুরুষ বিভাগের সাতটি ওজন শ্রেণির মধ্যে ২৫-২৯ কেজিতে নারায়ণগঞ্জের আশিফ ও গোলাবাড়িয়া বক্সিং ক্লাবের মো. সাহেদ মাহমুদ রাজু, ৩৫ কেজিতে নারায়ণগঞ্জের মো. কামাল হোসেন ও সিপাহীবাগ যুব কল্যাণ সংসদের মো. ইসনান আহম্মেদ ইয়ামিন, ৪২ কেজিতে কিশোরগঞ্জের মো. মনির হোসেন ও স্যার মতিন বক্সিং ক্লাবের রিমন খান অরণ্য, ৪৫ কেজিতে খিলগাঁও প্রগতি সংঘের ইমরানুল ইসলাম ফয়সাল ও সিপাহীবাগ যুব কল্যাণ সংসদের মো. সোহেল রানা, ৪৮ কেজিতে নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার মো. জোবায়ের হোসেন, ৫১ কেজিতে মুন্সি লাল মিয়া বক্সিং ক্লাবের মো. মুস্তাফিজুর রহমান এবং ৫৪ কেজি ওজন শ্রেণিতে নির্বাচিত হয়েছেন টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার বিদ্যুৎ হোসেন ও তূর্য বক্সিং ক্লাবের আশরাফুল ইসলাম। অন্যদিকে মহিলা বিভাগে ৪০ কেজিতে কিশোরগঞ্জের রুপা আক্তার, ৪৫ কেজিতে একই জেলার জেসমিন আক্তার, ৫০ কেজিতে ঢাকার যমুনা আক্তার ও কিশোরগঞ্জের সঙ্গীতা রাণী এবং ৫৫ কেজিতে নির্বাচিত হয়েছেন কিশোরগঞ্জের জান্নাত আরা। গতকাল প্রতিযোগিতা শেষে নির্বাচিত বক্সারদের হাতে সনদ তুলে দেন আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক হারুনুর রশিদ। এ সময় বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশন সাধারণ সম্পাদক এমএ কুদ্দস খান ও সহ-সভাপতি সুলতান উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।