বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
প্রেস বিজ্ঞপ্তি : বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক মান্নার নবম মৃত্যুবার্ষিকী পালিত রাষ্ট্রীয় পর্যায়ে পালিত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন চলচ্চিত্র শিল্পীরা। গত ১৭ ফেব্রæয়ারি ছিল নায়ক মান্নার নবম মৃত্যুবার্ষিকী। দিনটি পারিবারিকভাবে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করা হলেও জাতীয় পর্যায়ে এদিন কোনো কর্মসূচি ছিল না। সম্প্রতি উত্তরাস্থ মান্নার নিজ বাসভবন কৃতাঞ্জলিতে মান্না ফাউন্ডেশন আয়োজিত স্মরণসভায় চলচ্চিত্র শিল্পীরা তাদের ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেন। নায়ক মান্নার মৃত্যুবার্ষিকী আগামীতে রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি করেন শিল্পীরা।
চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সভাপতি আহমেদ শরীফ বলেন, মান্নার মৃত্যুর কারণে দেশের চলচ্চিত্রে দুর্দশা চলছে। যে মান্না সারাজীবন চলচ্চিত্র ছাড়া কিছুই ভাবতেন না। যার ছবি দেখার জন্য দর্শক পাগল থাকত, যার মৃত্যুর পর হাজার হাজার ভক্ত এফডিসিতে ভিড় করেছিলেন, সেই মান্নার মৃত্যুবার্ষিকী আজ নীরবে পারিবারিকভাবে পালন হচ্ছে। তার এই মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালন করার দাবি করছি।
স্মরণসভায় অন্যানের মধ্যে উপাস্থত ছিলেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, চিত্রনায়িকা মৌসুমী, মিশা সওদাগর, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, শিল্পী সমিতির সহ-সভাপতি ওমর সানি, সাধারণ সম্পাদক অমিত হাসান, নৃত্য পরিচালক মাসুম বাবুল, অভিনেতা সুব্রত, দীঘি, নায়ক ইমন, জায়েদ খান, নায়িকা সাথী, ইলিয়াস কোবরা, শিবা সানু, দীপুল, সাংবাদিক মনিরুল ইসলাম প্রমুখ। আরো উপস্থিত ছিলেন, মান্নার একমাত্র ছেলে সিয়াম, চম্পা, সুলতানা হায়দার, পরিচালক সমিতির মহাসচিব বদরুল আলম খোকন, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির নেতা খুরশীদ আলম খসরু, মান্না ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কাজী আহমেদ চন্দন, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সাবেক সভাপতি রফিকুজ্জামান, আব্দুল্লাহ জেহাদ, সোহাগ প্রমুখ। স্মরণসভাটি সঞ্চালনা করেন মান্নার স্ত্রী মান্না ফাউন্ডেশনের চেয়ারপারসন শেলী মান্না ও রফিকুল ইসলাম। এর আগে মান্নার রূহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। উল্লেখ্য, ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক মান্না মাত্র ৪৫ বছর বয়সে মারা যান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।