Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

ফুটবলাররা নিজেদের নির্দোষ দাবি করলেন

প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) থেকে শোকজ নোটিশ পাওয়া জাতীয় দলের ৭ ফুটবলার নিজেদের নির্দোষ দাবি করলেন। গতকাল তারা বাফুফে ভবনে আত্মপক্ষ সমর্থনের জন্য এলেও সংবাদকর্মীদের সামনে তদন্ত প্রক্রিয়া নিয়ে মুখ খোলেননি। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অভিযুক্ত জাতীয় দলের সাত ফুটবলারই এদিন অনেকটা নীরব ছিলেন। তারা বাফুফে সহ-সভাপতি বাদল রায়ের নেতৃত্বধীন তিনি সদস্যের কমিটির সামনে শুনানীতে অংশ নেয়ার পর যে যার বাড়ি ফিরে যান।
সকাল থেকেই ফুটবলাররা আসা শুরু করেন বাফুফে ভবনে। একেকজন করে সাক্ষ্য দিচ্ছিলেন। তাই সকাল-দুপুর গড়িয়ে বিকাল হয়ে যায় সাক্ষ্যগ্রহণ শেষ হতে। বিকালের দিকে দেখা গেলো বাফুফে সহ-সভাপতি তাবিথ আউয়ালের কক্ষে মুখ গোমড়া মুখে বসে আছেন অধিনায়ক মামুনুল ইসলাম, জাহিদ হোসেন ও গোলরক্ষক শহিদুল আলম সোহেল। তিন জনেরই সাক্ষ্যগ্রহণ শেষ। কিন্তু মিডিয়াকে কিছু বলতে নারাজ। অনেক অনুরোধের পর গোলরক্ষক শহিদুল আলম সোহেল মুখ খুললেন। তিনি বলেন, ‘এই বিষয়ে মন্তব্য করা অনুচিত হবে। আমাকে আমার পারফরম্যান্স নিয়ে জিজ্ঞাসা করা হয়েছে। প্রত্যাশিত মানের চেয়ে আমার পারফরম্যান্স ভালো হয়নি। আমি বলেছি, চেষ্টা করেছি। কিন্তু সব সময় একজন ফুটবলারের পারফরম্যান্স এক রকম থাকে না।’ মামুনুল ইসলাম দুপুরের দিকে বাফুফে ভবনে আসলেও তাকে সবার শেষে জিজ্ঞাসাবাদ করা হয়। উইঙ্গার জাহিদ হোসেন বঙ্গবন্ধু গোল্ডকাপ চলাকালে হাতেনাতে ধরা পড়েছেন অনৈতিক কর্মকাÐে লিপ্ত থাকায়। তিনি অবশ্য কমিটির কাছে বিষয়টি স্বীকার করেও নিয়েছেন। খেলোয়াড়দের সাক্ষ্য গ্রহণের সময় উপস্থিত ছিলেন বাফুফে সহ-সভাপতি বাদল রায়, সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, জাতীয় দল কমিটির সদস্য আনোয়ারুল হক হেলাল ও টেকনিক্যাল ডাইরেক্টর বায়েজিদ জোবায়ের আলম নিপু। ফুটবলারদের আত্মপক্ষ সমর্থন শেষে বাদল রায় বলেন, ‘আমরা সাক্ষ্য নিয়েছি। কেউ আত্মপক্ষ সমর্থন করেছেন। আবার কেউ ভুল বা দোষগুলো মৃদুভাবে স্বীকার করেছেন। আমরা পর্যালোচনা করে ন্যাশনাল টিমস কমিটির কাছে রিপোর্ট দিবো। ১ বা ২ মার্চের মধ্যে একটি রায় পাওয়া যেতে পারে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবলাররা নিজেদের নির্দোষ দাবি করলেন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ