বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম ব্যুরো : আঞ্জুমানে রজভীয়া নূরীয়া বাংলাদেশের চেয়ারম্যান পীরে কামেল আল্লামা আবুল কাশেম নুরী বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও রাষ্ট্রীয়ভাবে ‘ম্যারেজ ফান্ড’ গঠন এবং যৌতুক নিরোধ আইনের সফল বাস্তবায়নের দাবি জানান। তিনি বলেন, এটা করা হলে অসহায় দরিদ্র ছেলেরা যৌতুক ছাড়া বিবাহ করতে পারে এবং তাদের সুবিধার্থে ‘ম্যারেজ ফান্ড’ থেকে ৫ বছর মেয়াদি ১ থেকে ২ লাখ টাকা সুদবিহীন ঋণ গ্রহণ করতে পারবে। আগামী ১৮ মার্চ বেলা ২টায় চট্টগ্রাম লালদীঘি ময়দানে ৯তম যৌতুক বিরোধী মহাসমাবেশ ও তাফসিরুল কোরআন মাহফিল সফল করার লক্ষ্যে আঞ্জুমান কার্যালয়ে গতকাল (রোববার) এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। গত ৩০ জানুয়ারি জাতীয় সংসদে যৌতুক বিরোধী আইন পাশ করায় আল্লামা নুরী সরকারকে অভিনন্দন জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের মহাসচিব মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন। এতে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র ভাইস চেয়ারম্যান নুরুল হক, সহ-সভাপতি সৈয়দ মুহাম্মদ সেলিম, সাংগঠনিক সচিব মুহাম্মদ মিয়া জোনায়েদ, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এইচএম শহীদুল্লাহ, শায়ের মাছুমুর রশিদ কাদেরী, মুহাম্মদ ফরিদুল আলম, তারেক আজিজ, মো. নেজাম উদ্দিন প্রমুখ।
সংবাদ সম্মেলনে আল্লামা নুরী আগামী ১৮ মার্চ লালদীঘি ময়দানে যৌতুক বিরোধী মহাসমাবেশ ও তাফসিরুল কোরআন মাহফিল সর্বাত্মক সফল করার জন্য সর্বস্তরের জনগণের নিকট উদাত্ত আহ্বান জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।