বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কলাপাড়া উপজেলা সংবাদদাতা : দক্ষিণ বঙ্গোপসাগরে কুয়াকাটার ১০ জেলে মাছ শিকারে গিয়ে এক মাসের বেশি সময় ধরে নিখোঁজ থাকার পর অবশেষে তাদের সন্ধান মিলেছে। ওইসব জেলেদের ট্রলারটির ইঞ্জিন গভীর সমুদ্রে বিকল হয়ে যায়। দীর্ঘ সময় ভাসতে ভাসতে তারা পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের কোস্টগার্ডের হাতে ধরা পড়ে। এদের মধ্যে অনাহারে ও খাবার পানির আভাবে কাওছার মুসুল্লি (১৮) নামে এক জেলের মৃত্যু হয়। মিয়ানমারে প্রকাশিত বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট থেকে এসব তথ্য জানা যায়। ওইসব সংবাদ মাধ্যমের রিপোর্টের সূত্রে জানা গেছে, গত ২৮ জানুয়ারি ওই ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে ভাসতে থাকে। ১৫ ফেব্রæয়ারি মিয়ানমারের কোস্টগার্ড তাদেরকে উদ্ধার করে হেফাজতে নেয়। এদিকে, খাদ্য ও পানির অভাবে ওইসব জেলেদের শরীর শুকিয়ে করুণ অবস্থা দেখা দেয়। জীবিত উদ্ধার হওয়া জেলেরা হচ্ছে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নে মাইটভাঙ্গা গ্রামের ট্রলার মাঝি আলী হোসেন গাজী (৩৫) এবং জেলে যথাক্রমেÑ কবির হাওলাদার (৩২), সোবাহান ঘরামী (৪৫), আলমগীর মাতুব্বর (৩৫), নজরুল গাজী (৩২), হাচান হাওলাদার (১৭), মহিপুর ইউনিয়নের সেরাজপুর গ্রামের রুবেল (২৫), জাহিদুল (১৮) ও শামীম (১৬)।
নিখোঁজ জেলে আলমগীর মাতুব্বরের বড় ভাই মনির মাতুব্বর জানান, গত ১৬ জানুয়ারি এফবি ফয়সাল নামের ওই মাছধরা ট্রলারটি কুয়াকাটার মৎস্য বন্দর আলীপুর ঘাট থেকে গভীর সমুদ্রে ছেড়ে যায়। এরপর থেকে ট্রলারের কোনো জেলের সাথে পরিবারের যোগাযোগ হয়নি। কুয়াকাটা আলীপুর মৎস্য আড়ৎদার সমবায় সমিতির সভাপতি মো. আনছার উদ্দিন মোল্লা বলেন, নিখোঁজ ট্রলার ও জেলেদের সন্ধ্যান পেয়ে আমরা বাংলাদেশ কোস্টগার্ড, মৎস্য অধিদফতর, পটুয়াখালী জেলা পুলিশ সুপার, কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), মহিপুর থানাকে অবহিত করেছি। এ ছাড়াও পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগের চেষ্টা অব্যাহত রেখেছি বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।