প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
২৩ বছর বয়সী এক ভারতীয় তরুণীর গল্প এটি। মেয়েটির নাম নীরজা ভানোত (সোনম কাপুর)। প্যান অ্যামের ফ্লাইট ৭৩-এর সিনিয়র পার্সার সে।১৯৮৬’র ৫ সেপ্টেম্বর করাচী থেকে তাদের বিমানটি ওড়ার আগে ৩৬১জন যাত্রীসহ হাইজ্যাক হয়। আবু নিদাল গ্রুপের সদস্যরা বিমানটি ছিনতাই করে। প্রথমেই নীরজা ককপিটের পাইলট আর কো-পাইলটদের বিষয়টি জানিয়ে দেয়। এতে তারা কৌশলে বিমান থেকে নেমে যায় যাতে সেটি বিমানবন্দর ছেড়ে উড়তে না পারে। ছিনতাইকারীদের উদ্দেশ্য ছিল বিমানটি ইসরায়েলে নিয়ে কোন দালানে বিধ্বস্ত করা। তা করা যাচ্ছে না বুঝতে পেরে তার সিদ্ধান্ত নেয় মার্কিন নাগরিকদের একে একে হত্যা করবে। তারা ফ্লাইট অ্যাটেনডেন্টদের নির্দেশ দেয় যাত্রীদের পাসপোর্ট সংগ্রহ করে আনার জন্য। কিন্তু নীরজা আর তার সহকারীরা ৪১ জন মার্কিন যাত্রীর পাসপোর্ট বিমানের এক জায়গায় লুকিয়ে ফেলে। এর ফলে মার্কিন নাগরিকদের শনাক্ত করা অসম্ভব হয়ে পড়ে। ঘটনা শুরুর ১৭ ঘণ্টা পর ছিনতাইকারীরা যথেচ্ছ গুলি করা আর বোমার বিস্ফোরণ ঘটানো শুরু করে। এই সময় নীরজা একটি জরুরি নির্গমনের দরজা খুলে দেয়। সে প্রথমে নিজে বেরিয়ে নিজের প্রাণ রক্ষা করতে পারত। কিন্তু তা না করে সে যাত্রীদের বের হতে সাহায্য করতে থাকে এবং একসময় তিনটি শিশুকে গুলি থেকে আড়াল করতে গিয়ে নীরজা নিহত হয়। এছাড়া সব মার্কিন যাত্রীর মধ্যে শুধু দু’জন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।