প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
গত শুক্রবার বলিউডের ‘নীরজা’, ‘লাভশুদা’, ‘ইশক ফরেভার’ এবং ‘ডাইরেক্ট ইশক’ চলচ্চিত্র চারটি মুক্তি পেয়েছে। শেষ পর্যন্ত এর মধ্যে প্রথম দুটিই কিছুটা দর্শক আকর্ষণ করতে সক্ষম হয়েছে। আর এই দুটির মধ্যেও উল্লেখ করার মত ফিল্ম শুধু প্রথমটি তা বলার অপেক্ষা রাখে না। ভারতীয় বংশোদ্ভূত প্যান অ্যামের সিনিয়র পার্সার নীরজা ভানোতের আত্মোৎসর্গের কাহিনী নিয়ে নির্মিত ‘নীরজা’তে নাম ভূমিকায় অভিনয় করেছেন সোনম কাপুর, তার সঙ্গে আছেন শাবানা আজমি, যোগেন্দ্র টিকু এবং শেখর রবিজানি। সারা ভারতে মাত্র ৭০০ পর্দায় রাম মাধভানি পরিচালিত চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে। সমালোচকরা চলচ্চিত্রটির নির্মাণ আর বিষয়বস্তুর ব্যাপক প্রশংসা করছে। দর্শক উপস্থিতিও মন্দ নয়, ৪০ শতাংশ। প্রথম দিনে চলচ্চিত্রটি আয় করেছে ৪.৭ কোটি রুপি। শনিবার আর রবিবার যথাক্রমে আয় ছিল ৭.৬ কোটি রুপি এবং ৭.১ কোটি রুপি। সপ্তাহান্তে ফিল্মটি আয় করেছে ১৯.৪ কোটি রুপি। সোমবারের আয় ৬.৩১ কোটি রুপি।
রোমান্সের গল্প নিয়ে নির্মিত ‘লাভশুদা’য় অভিনয় করেছেন গিরীশ কুমার, নবনীত কওর ধিলন, তিশকা চোপড়া, ফরিদা দাদী, নবনীত কস্তুরিয়া এবং সচিন খেদেকার। বৈভব মিশ্র পরিচালিত চলচ্চিত্রটি ‘নীরজা’ তুলনায়ে বেশি পর্দা পেয়েছে। প্রশংসা পেয়েছে গড় আর দর্শক উপস্থিতি ২০ থেকে ২৫ শতাংশ। শুক্রবার ফিল্মটির আয় ০.৯৫ কোটি রুপি। শনিবারের আয় ০.৮ কোটি রুপি। রবিবারে ০.৭ কোটি রুপি আয় নিয়ে সপ্তাহান্তে ফিল্মটি আয় করেছে ২.৪৫ কোটি রুপি। সোমবারের আয় ০.৩২ কোটি রুপি। ‘ইশক ফরেভার’ এবং ‘ডাইরেক্ট ইশক’ চলচ্চিত্র দুটি আয় একেবারে উল্লেখ করার মত নয়, তার চেয়ে আগে মুক্তি পাওয়া ফিল্মগুলোই বেশি আয় করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।