Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘নামকরণ’ সিরিয়ালে ব্রুশিকা মেহতা থাকছেন?

| প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টার প্লাসের ‘নামকরণ’ সিরিয়ালটি অচিরেই একটি লিপ নিতে যাচ্ছে। চলচ্চিত্রকার মহেশ ভাট খুব আশা নিয়ে এই সিরিয়ালটি নির্মাণে হাত দিয়েছিলেন। কিন্তু যেমন আশা করা হয়েছিল সেভাবে দর্শক এটিকে গ্রহণ করেনি। তবে সবাই কাহিনীর ধারণা আর পারফরমেন্সের প্রশংসা করে আসছে।
দর্শকদের নজর কাড়ার জন্য চিরাচরিতভাবে কাহিনী বেশ কিছু বছরের জন্য এগিয়ে নেয়া হচ্ছে। স্বাভাবিকভাবেই চরিত্রেও কিছু পরিবর্তন দেখা যাবে। বিশেষ করে অবনি আর রিয়ার ভূমিকায় পরিবর্তন দেখা যাবে। এই দুই ভূমিকায় নলিনি নেগি আর সোনাল ভেঙ্গুরলেকারকে নিয়ে বেশ গুঞ্জন চলছে এখন।
পাশাপাশি জানা গেছে নির্মাতারা অবনীর ভূমিকায় অভিনয়ের জন্য ব্রুশিকা মেহতার সঙ্গে যোগাযোগ করেছে। লিপের পর তরুণী অবনী আর তার সংগ্রামকেই মুখ্য করে দেখান হবে।
ব্রুশিকার তরফ থেকে এই বিষয়টি নিশ্চিত করা হয়নি। তবে, তার ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে তিনি সিরিয়ালটিতে কাজ করছেন না।



 

Show all comments
  • ১৪ এপ্রিল, ২০১৮, ১১:১৩ পিএম says : 0
    Khub valo
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিরিয়াল


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ